হোলি পার্টির অন্দরমহলের মুহূর্ত, শতাফের হটনেসে কুপোকাত আট থেকে আশি

Published : Mar 10, 2020, 07:49 PM IST
হোলি পার্টির অন্দরমহলের মুহূর্ত, শতাফের হটনেসে কুপোকাত আট থেকে আশি

সংক্ষিপ্ত

শতাফ ফিগারের হোলি সেলিব্রেশনের ছবি দেখে বাকরুদ্ধ আট থেকে আশি। রঙ খেলার বেশ কিছু ক্যানডিড মুহূর্তে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলি অভিনেতা। শতাফের পোস্টগুলি ইতিমধ্যেই হয়ে উঠেছে নেটদুনিয়ার হটকেক। 

টলিউডে তিনি সে সমস্ত অভিনেতাদের মধ্যে পড়েন যাঁরা কমার্শিয়ার এবং ভিন্ন ধরণের ছবিতে সমান তালে অভিনয় করে চলেছেন শতাফ ফিগার। কেবল তাই নয় টলিউডের পাশাপাশি বলিউডেও পুরো দমে কাজ করছেন তিনি। আজ হোলির দিনে বেশ কয়েকটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। 

আরও পড়ুনঃপ্রেমিকের মধ্যে এই তিন গুণ থাকা চাই-চাই, কার সঙ্গে গোপনে ডেট করছেন কিয়ারা

আরও পড়ুনঃশ্বশুরবাড়িতে নিকের প্রথম হোলি, রঙে ভেজা ছবি পোস্ট পিগি চপস

নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে হাউজ পার্টিতে মজেছিলেন অভিনেতা। জনা কুড়ির সঙঅগে বাড়ির ছাদে হোলি পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে কাউকে চেনার জো নেই। নানা রঙের পাশাপাশি সোনালি রূপোলি রঙও মাখানো হয়েছে শতাফকে।

আরও পড়ুনঃহোলি ফ্যাশন-গোলস নিয়ে সকলের 'হৃদয়হরণ' করলেন জয়ী

শতাফের ছবিগুলি দেখে নেটিজেনের একটাই কথা, বয়স যত বাড়ছে ততই হ্যান্ডসাম হয়ে উঠছেন অভিনেতা। তাঁর কোনও ছবি থেকেই চোখ সরানো মুশকিল। তাঁর গুডলুকসের প্রশংসা তো প্রায়সই হয়, শতাফের ব্যক্তিত্ব বেশ পছন্দ ফ্যানেদের। তাদের কথায়, আর পাঁচজন হিরোর মধ্যে যা যা নেই তা শতাফের মধ্যে রয়েছে। অর্থাৎ হটনেস এবং ইন্টেলিজেন্সের প্যাকেজ তিনি। 

এ তো গেল তাঁর প্রশংসা নিয়ে কথা, এমনও অনেক মহিলা আছেন যারা ইনস্টাগ্রামের পোস্টগুলিতে শতাফের সঙ্গে দেখা করার, কথা বলার এমনকি বিয়ের করার প্রস্তাব ও ইচ্ছা প্রকাশ করে থাকে। 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?