নিউ নর্মালে শ্রীমা, সঙ্গে রয়েছেন প্রেমিক গৌরবও, কোথায় গেলেন ঘুরতে এই সেলেব জুটি

  • শ্রীমা ভট্টাচার্যের এবং গৌরব রায়চৌধুরির 'লোন' টাইম
  • নিউ নর্মালে ফিরে প্রেমিকের সঙ্গে ভিন্ন মেজাজে শ্রীমা
  • এরই মধ্যে সমস্ত নিয়মাবলী মেনে বেরলেন ঘুরতে 
  • ইতিমধ্যেই ছবি ভাইরাল নেটদুনিয়ায়

শ্রীমা ভট্টাচার্যের এবং গৌরব রায়চৌধুরির 'লোন' টাইমের মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিউ নর্মালে ফিরে প্রেমিকের সঙ্গে ভিন্ন মেজাজে দেখা গেল শ্রীমাকে। করোনার আবহে সমস্ত নিয়মাবলী মেনে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। শ্রীমা ছবি পোস্ট করতেই ইতিমধ্যেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। শ্রীমা শ্যুটিংয়ের মাঝেই প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন। 

আরও পড়ুনঃ'ওইটুকু কাপড়ই বা জড়ানোর কী প্রয়োজন ছিল, টপলেসই থাকতে পারতে', ট্রোলড বিগ বস প্রতিযোগী

Latest Videos

 

 

আরও পড়ুনঃরণবীরকে নগ্ন দেখে ফেলেছিলেন সোনম, পরমুহূর্তে কী করেছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী

লকডাউমে শ্রীমাতাঁর মা-বাবার সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন বাড়িতে। কখনও বৃষ্টিতে ভিজে তো কখনও মায়ের সাহায্যে রান্না শিখে, লকডাউনে বেশ সুবিধাই হয়েছে শ্রীমার। তবে লকডাউনের জেরে একটু অসুবিধা হয়েছে বইকি। সেই সময় মিস করছিলেন গৌরবকেও। তৃনয়নী ধারাবাহিকের হিরো গৌরব। শ্রীমার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই সম্পর্ক তাঁর। হোলির সময় একসঙ্গে ভিডিও পোস্ট করে তাক লাগিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুনঃরাসমণির 'প্রসন্ন' কনের সাজে বিয়ের অবতারে, ছবি দেখে জল্পনা তুঙ্গে

 

 

আরও পড়ুনঃসোহমের 'হারানো প্রাপ্তি' পায়েল, রোম্যান্টিক-থ্রিলারে আসছে রাজা চন্দের আগামী ছবি

লকডাউনের কারণে গৌরবের সঙ্গে দেখা হচ্ছে না শ্রীমার। এই কারণে একটি বড়ো চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রীমা। অন্যদিকে কবিতা ও গল্প বলতে ভালবাসেন। লকডাউনে টিকটক ভিডিও করা, রান্না করা ছাডা়ও নিজের অন্যরূপ তুলে ধরলেন শ্রীমা। কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন নিজেদের ভক্তদের। শ্রীমার এই গুণে মুগ্ধ নেটিজেনরা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত ইচ্ছামতী কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছিলেন অভিনেত্রী। বই পড়া, গল্প লেখা এগুলোও রয়েছে শ্রীমার প্রতিভার তালিকায়। 
 

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন