ব্যাট ছেড়ে গিটার হাতে দাদা, নেটদুনিয়ায় ভাইরাল সৌরভ

Published : Apr 01, 2020, 10:13 PM ISTUpdated : Apr 01, 2020, 10:53 PM IST
ব্যাট ছেড়ে গিটার হাতে দাদা, নেটদুনিয়ায় ভাইরাল সৌরভ

সংক্ষিপ্ত

বাঙালির আড্ডা মানেই চা, গান আর গিটার। পাড়ার রকে বসে গিটার হাতে কোনও ইংরেজি গানের চেয়েও বেশি ভালো লাগে মহীনের ঘোড়াগুলির গান গুনগুন করতে। আর পাঁচজন বাঙালির মতই সৌরভ গঙ্গোপাধ্যায়ও দাদাগিরির মাঝে গিটার দেখে নিজেকে আর আটকাতে পারেননি।

বাঙালির কাছে আড্ডার ডেফিনেশন একটাই এবং অত্যন্ত সাধারন। হাতে গরম চা, পুরনো দিনের গান সঙ্গে গিটার থাকলে মন্দ হয় না। পাড়ার রক হোক বা বন্ধুর বাড়ি, এমন আড্ডার জন্য যে কেউ ক্লাব বা রেস্তোরাঁ ছেড়ে চলে আসবে। তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ও গিটার দেখে আর লোভ সামলাতে পারেননি। দাদার শো দাদাগিরির মাঝেই তাঁর হাতে গিটার ধরিয়ে দেওয়ায় তিনিও খানিক টিউনিং করে নিলেন।

আরও পড়ুনঃকোয়ারেন্টাইনে বিনোদনের জন্য রয়েছেন টাইগার, রইল ভিডিও

আরও পড়ুনঃঅন্তর্বাস ছাড়াই ফিনফিনে ম্যাক্সিতে মালাইকা, নায়িকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

সম্প্রতি ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দাদাগিরির সেটে গিটার হাতে দেখা গিয়েছে দাদাকে। ব্যাট ছেড়ে গিটার হাতে বেশ মানিয়েছে সৌরভকে। গান-বাজনাকে ঠেকিয়ে দাদা আর যায় কোথায়। হিন্দি, বাংলা ও ইংরেজী সব ধরনের গানই মুড অনুযায়ী পছন্দ সৈরভের। 

আরও পড়ুনঃঅবিলম্বে নামাতে হতে সেনা, করোনার প্রকোপ থেকে বাঁচার উপায় বাতলালেন ঋষি কাপুর

ব্যাট ছেড়ে দাদা যে গিটার হাতে নিয়েছেন, তা দেখে বেজায় খুশি তাঁর ভক্তরা। এই গিটার রূপী দাদাকে পেয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন। গিটারের সঙ্গে বাঙালির প্রেম বহুদিনের। বব ডিলান, এলভিস প্রেসলি, বব মার্লে যেমন তালিকায় রয়েছে তেমনই মহীনের ঘোড়াগুলির গান আজও বাঙালির মনের মণিকোঠায় রাখা। 

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার