সংক্ষিপ্ত

  • করোনা ঠেকাতে তৎপর তারকারাও
  • সাধ্যমত সতর্ক করছেন সকলকেই
  • কেন্দ্রের কাছে সেনা নামানোর প্রার্থণা
  • ঋষি কাপুরের আবেদন নামাতে হবে সেনা 

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক জায়গা লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে একাধিক দেশ। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। তবে এ লড়াই সর্বস্তরে। 

আরও পড়ুনঃগান চুরি করে বিপাকে বাদশাহ, ব়্যাপারের বিষয় এ কী বললেন রতন কাহার

সেলিব্রিটিরাও সাধ্য মত পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। বাড়িয়েছেন সাহায্যের হাতও। অর্থ সাহায্য থেকে শুরু করে দিন মজুরদের পাশে থাকা, সর্বদা সতর্কতা জারি করে চলা। প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি ঋষি কাপুরও। দেশের লক ডাউন অনেকেই মানছেন না। সেই দিকে নজর দিয়েই এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেন ঋষি কাপুর। 

 

 

আরও পড়ুনঃগ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো একাধিক মদের বোতল, ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা

পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে দেশে নামাতে হবে সেনা। একমাত্র মানুষকে ঘরে বন্দি রাখার এটাই উপায়। আর এভাবেই করোনা ঠেকানো সম্ভব। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রয়োজন বাড়িতে থাকা। নিজেকে কোয়ারেন্টাইনে রেখে মোকাবিলা করতে হবে। ঘরের মধ্যে মানুষকে আটকে রাখতে এবার কেন্দ্রকে বার্তা দিলেন ঋষি কাপুর। এখনই ঠেকাতে হবে পরিস্থিতি। নয়তো তা হাতের বাইরে চলে যাবে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা