শ্রাবন্তীর মুখে হর হর মহাদেব, কী ছবি শেয়ার করলেন নায়িকা

Published : Aug 03, 2019, 02:27 PM ISTUpdated : Aug 03, 2019, 03:11 PM IST
শ্রাবন্তীর মুখে হর হর মহাদেব, কী ছবি শেয়ার করলেন নায়িকা

সংক্ষিপ্ত

শিব পুজোয় মাতলেন শ্রাবন্তী বাড়িতেই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢাললেন দম্পতি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন সেই ছবি ক্যাপশনে লিখলেন হর হর মহাদেব

শ্রাবণ মাস মানেই সোমবার করে তারকেশ্বর থেকে শুরু করে শিব ঠাকুরের প্রতিটি মন্দিরেই জল ঢালার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ভক্তরা। সেই তালিকায় এবার নাম লেখালেন খোদ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে মন্দিরে গিয়ে নয়। নিজের বাড়িতেই শিব পুজ করলেন তিনি। সোমবার বর রোশনের সঙ্গে পুজো বসার ছবিও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। 

 

 

সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তী বরাবরই সক্রিয়। নিজের জীবনের খুঁটিনাটি সব খবরই সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস, তাই তাঁর জন্ম মাসের প্রতিটি সোমবারই সকল ভক্তরা শিব ঠাকুরের মাথায় জল ঢালেন। নিজের বাড়িতে সেই পুজোর আয়োজন করেছিলেন শ্রাবন্তী। শিবলিঙ্গ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও ছিলেন তাঁরা। 

 

 

আরও পড়ুনঃ হানিমুন কেমন কাটছে নুসরত-নিখিলের! পাহাড় থেকে সমুদ্র, একগুচ্ছ ছবি দিলেন তারকা-জুটি

শ্রাবন্তীর পরনে ছিল লালপাড় সাদা শাড়ি, মাথায় লাল চুর্নি, হাতে শাঁখা পলা, পাশে বসে কর জোড়ে রোশন, তাঁর পরনে ধুতি। সব মিলিয়ে বাড়িতে পুজোর আমেজ। মহা সমারহেই পালন করা হল শিব পুজো। সেই ছবিই সকলের সঙ্গে শেয়ার করে নিলেন শ্রাবন্তী, সঙ্গে লিখলেন হর হর মহাদেব।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার