সুদূর আফ্রিকা থেকে বাংলাদেশ, সোশ্যাল বার্তায় প্রেমপর্ব সৃজির-মিথিলার

Published : Mar 09, 2020, 10:15 PM ISTUpdated : Mar 10, 2020, 12:33 AM IST
সুদূর আফ্রিকা থেকে বাংলাদেশ, সোশ্যাল বার্তায় প্রেমপর্ব সৃজির-মিথিলার

সংক্ষিপ্ত

বউভাতের অনুষ্ঠান সেরেই আফ্রিকা পাড়ি সেখান থেকেই ছবি পোস্ট সৃজিতের  মুহূর্তে উত্তর দিলেন মিথিলা বিপরীতে রোম্যান্ট সৃজিতের পোস্ট 

সদ্য বউভাত সেরেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেখান থেকেই সোজা আফ্রিকা পাড়ি। নববধূও চললেন ঢাকা। এভাবেই কয়েকদিন আগে একে অপরের মধ্যে তৈরি হয়েছিল বিস্তর দুরত্ব। আফ্রিকা থেকে ঢাকা। তবে সেই দুরত্ব কোথাও যেন সম্পর্কের রঙ আরও গাঢ় করে তুলল। দোলে মিথিলা-সৃজিত এক সঙ্গে না থাকলেও তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতা হয়ে উঠল রঙিন। 

 

আরও পড়ুন-'রাধে'র শ্যুটিংয়ে গুরুতর আহত রণদীপ হুদা, এখন কেমন আছেন অভিনেতা

কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির শ্যুটিং-এ এখন ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কাজের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন তিনি। সেখানেই দেখা গেল সিংহাসনের ওপর বসে আছেন সৃজিত। সেই ছবি রি টুইট করে পোস্ট করেন মিথিলা। লেখেন- আমি বলেছিলাম আমার আফ্রিকা পছন্দ, আর তা এতটাই সিরিয়াসলি নিয়ে নিল বিষয়টা। 

আরও পড়ুন-'হোলির প্ল্যান তো রেডি এবার পালা সুইজারল্যান্ডের,' টুইটে দোলযাত্রার শুভেচ্ছা আবিরের

আরও পড়ুন-'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

 

এখানেই শেষ নয়। সৃজিতের আরও এক পোস্ট করেন। সেখানেই লেখা থাকে- তাহলে চলো সেখানে যাওয়া যাক, যেখানে আকাশের ঠিক পরেই সন্ধ্যা নামে। সন্ধে নামার আগের মুহূর্তে তোলা এই ছবিকেও রি-পোস্ট করেন মিথিলা, লেখেন- চল তবে তুমি আমি যাওয়া যাক। 

PREV
click me!

Recommended Stories

অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা