নাচতে গিয়ে লেহেঙ্গা খুলতেই ঘটল বিপত্তি, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Jan 03, 2020, 01:27 PM ISTUpdated : Jan 30, 2020, 11:58 AM IST
নাচতে গিয়ে লেহেঙ্গা খুলতেই ঘটল বিপত্তি, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

গোত্র ছবির রঙ্গবতী গানের সঙ্গে নাচ করে  রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দেবলীনা কুমার রঙ্গবতী গার্ল-এর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে  নাচতে নাচতে হঠাৎই তার লেহেঙ্গা খুলতে শুরু করে যা নিয়ে রীতিমতো ট্রোলড হয়েছেন অভিনেত্রী

'গোত্র' ছবির রঙ্গবতী গানের সঙ্গে নাচ করে  রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রঙ্গবতী ফিভার চলেছে বহুদিন ধরে। একের পর এক অভিনেত্রী থেকে শুরু করেন সাধারণ মানুষরাও রঙ্গীবতী চ্যালেঞ্জ-এ নিজেদের ভাসিয়ে দিয়েছিলেন। সেই রঙ্গবতী গার্ল-এর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো ট্রোলড হয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন-ফের পর্দায় 'তুফান' তুলতে আসছেন ফারহান, বয়কটের দাবি সিএএ সমর্থকদের...

ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন  অভিনেত্রী। ভিডিওটিতে দেখা গেছে,  ঘাগরা পরে মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' গানের তালে নাচছেন অভিনেত্রী। নাচতে নাচতে হঠাৎই তার লেহেঙ্গা খুলতে শুরু করে। আর তাতেই ঘটে বিপত্তি। কোনওরকমে নাচের মধ্যেই বেশ দক্ষতার সঙ্গে নিজেকে সামলে নিয়ে নাচ চালিয়ে যান দেবলীনা। দেখে নিন ভিডিওটি।

 

বেশ কয়েক বছর ধরে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই কাপল। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করতেও দেখা যায় অভিনেত্রীকে। এমনকী নাচের এই ভিডিওটি তিনি নিজেই শেয়ার করেছেন।

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা