শুরু হল তৃণার আইবুড়ো ভাত পর্ব, পাত পেড়ে কী কী খেলেন হবু Mrs. নীল ভট্টাচার্য

Published : Dec 28, 2020, 12:45 PM ISTUpdated : Dec 28, 2020, 02:57 PM IST
শুরু হল তৃণার আইবুড়ো ভাত পর্ব, পাত পেড়ে কী কী খেলেন হবু Mrs. নীল ভট্টাচার্য

সংক্ষিপ্ত

আগামী ৪ ঠা ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তৃণা ও নীল বিয়ের প্রস্তুতির মাঝেই শুরু হয়ে গেল তৃণার আইবুড়ো ভাত পর্ব শেয়ার করলেন প্রথম আইবুড়ো ভাতের ছবি কী কী ছিল মেনুতে, দেখে নিন

মাস খানেক পরই বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য। আগামী ৪ ঠা ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। হাতে বেশি সময় নেই, যার জেরে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। তাঁদের বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই আগ্রহী হয়ে উঠছে ভক্তরা। দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে বাঁধা পড়ছে বিয়ের বন্ধনে। কেমন হবে তৃণা ও নীলের যাত্রা। জানতে প্রস্তুত অনুরাগীরা।

বিয়ের প্রস্তুতি এবং শ্যুটিংয়ের মাঝেই প্রথম আইবুড়ো ভাত সেরে ফেললেন তৃণা। প্রথম আইবুড়ো ভাতেই পাত পেড়ে নিজের পছন্দের পদ গুলি খেলেন ব্রাইড টু বি। তিন রকমেপর মাছ, ভাজা, মিষ্টি সাজিয়ে দেওয়া হয়েছে। বাঙালির পছন্দের পদগুলি পেয়ে বেজায় খুশি তিনি। নীল রঙের শাড়িতে সেজে পাত পেড়ে খেতে বসেছেন তৃণা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোর করেছেন ছবিগুলি। পোস্ট করে লিখেছেন, "এবার নিজের আইবুড়ো ভাত পর্ব শুরু করলাম।"

আরও পড়ুনঃকাঁধ থেকে খুলে পড়ছে দর্শনার পোশাক, সানডে নাইটে এই লুকেই ধরা দিলেন দর্শনা

 

নানা পদ দেখে রুদ্রনীল মন্তব্য করে বসেছেন। তৃণার সেই মন্তব্যের জবাবে লিখেছেন, "থাকতে হবে কিন্তু।" প্রসঙ্গত, ব্যাচিলারেট পার্টি সেরে ফেলেছেন তৃণা। সেখানে তাঁর সাত আটজন বান্ধবী ছিলেন উপস্থিত। তাদের সঙ্গে চুটিয়ে আনন্দ করছেন নিজের আইবুড়ো জীবনের আর কয়েকটা দিন। কখনও ফাইভ স্টার রেস্তোরাঁর ক্যাফেতে, তো কখনও স্যুইমিং পুলে। এমনকি বাছরোব পরে হোটেল ঘরেও তুমুল নাচে মেতেছিলেন তাঁরা। যার ভিডিও, ছবি সবই রয়েছে তৃণার সোশ্যাল মিডিয়ায়।     

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?