Uma Coming Episode: যোগ্য বউ হয়ে ওঠা ও যোগ্য খেলোওয়ার হয়ে ওঠার পেছনে বাধা, কী করবে উমা

মাঠে নামার স্বপ্ন আবার তো আলিয়াই জাগিয়ে ছিল, এই বিয়েও আলিয়াই প্রথম মেনে নিয়েছিল, তবে এমন কেন! সবটাই খোলসা করে আলিয়া, আর স্পষ্ট করে দেয়, উমার আগামী জীবন মোটেও সুখের হবে না। 

জি বাংলা (Zee Bangla) ধারাবাহিকে নতুন মোড়, কী পরিস্থিতিতে বর্তমানে উমা (Uma Coming Episode) ! বউভাতের দিন স্পষ্ট করে জানিয়ে দিল সবটাই উমাকে (Uma) আলিয়া, সে জানায়, উমার খেলোওয়ার হয়ে ওঠা, পাশাপাশি উমার ভালো বউ হয়ে ওঠার স্বপ্ন এত সহজেও পূরণ হবে না। কারণ একটাই, উমা যতই চেষ্টা করে নিক না কেন, তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবেই আলিয়া। বউভাতের রাতে তা স্পষ্ট করে দিল উমাকে (Zee Bangla Serial Uma) । যদিও উমা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়, আলিয়াকে, মাঠে নামার স্বপ্ন আবার তো আলিয়াই জাগিয়ে ছিল, এই বিয়েও আলিয়াই প্রথম মেনে নিয়েছিল, তবে এমন কেন! সবটাই খোলসা করে আলিয়া, আর স্পষ্ট করে দেয়, উমার আগামী জীবন মোটেও সুখের হবে না। 

একের পর এক নতুন লড়াইয়ে জড়িয়ে পড়ছে উমা (Uma)। কিন্তু পাশে থাকে অভি। সে কোনও মতে পিসিমনিকে বোঝাতে পারে যে উমা যা করেছে তা খারাপ বা ভূল নয়। কিন্তু সকলেই বুঝতে পারে মামনির চাল। এরপর আলিয়ার ফাঁদে পা দিয়ে ফেলে অভির মামনি, ভয় ধারের ১১ লক্ষ টাকা ফেরত দেওয়া। অথচ বাড়িতে ঢুকে পড়ল উমা। মেনে নিতে অসুবিধে হলেও কিছুতেই ছেলেকে ছাড়তে চাইছে না মামনী। অভির মা উপাকে নতুন ঝড়ের স্পষ্ট ইঙ্গিত দিলেও এই লড়াইটা উমার নিজের। সে প্রতিটা পদে পদে নিজেকে ছোট হতে দেখছে, পাশে কেবলও অভিমুন্যবাবুর ভরসা। এই সব উপেক্ষা করে উমাকে এগিয়ে যেতে হবে আগামীর পথে। খেলতে হবে, জিতে নিতে হবে নিজের সম্মান। বাবার স্বপ্ন পূরণ করতে হবে তাকে। 

Latest Videos

আরও পড়ুন- Padma Shree Sonu Nigam : পদ্মশ্রী পেলেন সোনু নিগম, শিল্পকলায় অবদানের জন্য

আরও পড়ুন- REPUBLIC DAY 2022 : অমিতাভ থেকে কঙ্গনা, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলি তারকাদের

আরও পড়ুন- Monami Ghosh : 'সামি সামি' গানে ঝড় তুললেন মনামী, কোমরের ঠুমকায় শিহরণ

ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। এরপরের পথ চলাটা ছিল বেশ কঠিন, দিদির বিয়ে দেওয়া বাড়িতে সংসারের দায়িত্ব এছাড়াও নিজের দায়িত্ব সবটা বুঝে  নিয়ে কোথাও গিয়ে যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে যায়।  এরপরই বন্ধুর মত পাশে পাওয়া অভিকে, যাকে মনেপ্রাণে ভলোবাসে আলিয়া। বর্তমানে উমা বেঙ্গলে খেলার স্বপ্ন দেখছে, তারই মাঝে বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে, উমার এই পথচলাতে প্রতিটা ধাপে পাশে থাকতে চায় অভি। এবার শুরু তাঁর জীবনের নতুন অধ্যায়।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন