মিঠাইকে জড়িয়ে ধরে 'আই লাভ ইউ' বলল সিদ্ধার্থ, স্বপ্ন নাকি সত্যি, নয়া প্রোমোতে খুশিতে ভক্তরা

Published : Feb 12, 2022, 11:25 AM ISTUpdated : Feb 12, 2022, 04:28 PM IST
মিঠাইকে জড়িয়ে ধরে 'আই লাভ ইউ' বলল সিদ্ধার্থ, স্বপ্ন নাকি সত্যি, নয়া প্রোমোতে খুশিতে ভক্তরা

সংক্ষিপ্ত

এবার প্রেমের সপ্তাহে ভালবাসার জোয়ারে গা ভাসালেন মিঠাই ও উচ্ছেবাবু। প্রেম দিবসেই জমে উঠবে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ভালবাসা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন এক ঘন্টার বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে মিঠাই টিম। আর এদিন নিজের মনের কথা বলবে তুফান মেলের উচ্ছেবাবু। মিঠাই-য়ের প্রতি সিদ্ধার্থর ভালবাসার কথা এখন আর কারোর অজানা নয়। তবে নিজেও এই বিষয়টি মানতে চান না সিদ্ধার্থ। কারণ প্রেম-বিয়ে এসবে তিনি মোটেই বিশ্বাসী নন।  তবে মিঠাই রানি যে দাদুর নাতিকে পুরো পুরি বদলে দিয়েছে একথাও সকলেই মেনে  নিয়েছেন। এবার মিঠাইকে জড়িয়ে ধরে পাহাড়ের কোলে আই লাভ ইউ বলল সিদ্ধার্থ। তবে কি  মিঠাই -সিদ্ধার্থর রোম্যান্সই নিজের জায়গা ফিরিয়ে দেবে মিঠাইকে, তা জানতেই আগ্রহী অনুরাগীরা। 

ই প্রথমবার মিঠাই রানির রাজত্বে ভাগ বসাল 'গাটছড়া'। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক একধাক্কায় নেমে গেল পঞ্চম স্থানে। ২০২১-এ বছরভর দর্শকদের মনে জায়গা করে নিয়েছে টিআরপি-লিস্টে সকলের শীর্ষে থাকা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Mithai Serial)। আর ২০২২ সালে বছরের শুরুতেও বাজিমাত করেছে ধারাবাহিক 'মিঠাই'।  তবে নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই যেন তাল কাটল। একটানা ৪৪ সপ্তাহ ধরে  টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। কিন্তু কয়েক সপ্তাহ ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। এবার সেই আশঙ্কায় সত্যি হল।চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক সামনে এল, যা দেখা মাত্রই মন খারাপ হল মিঠাই ভক্তদের। প্রথম স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এল 'মিঠাই' ধারাবাহিক। যা নিয়ে স্বভাবতই মন খারাপ মিঠাই (Mithai) ভক্তদের। এবার মন খারাপের মধ্যে বক্তদের জন্য খুশির বার্তা নিয়ে এল নতুন প্রোমো।


আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে এই দিন উৎযাপন।  এক সপ্তাহ ধরেই চলবে ভালবাসার দিবস উদযাপন। এবার প্রেমের সপ্তাহে ভালবাসার জোয়ারে গা ভাসালেন মিঠাই ও উচ্ছেবাবু। প্রেম দিবসেই জমে উঠবে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ভালবাসা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day) দিন এক ঘন্টার বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে মিঠাই টিম (Mithai Special Episode) । আর এদিন নিজের মনের কথা বলবে তুফান মেলের উচ্ছেবাবু। মিঠাই-য়ের প্রতি সিদ্ধার্থর ভালবাসার কথা এখন আর কারোর অজানা নয়। তবে নিজেও এই বিষয়টি মানতে চান না সিদ্ধার্থ। কারণ প্রেম-বিয়ে এসবে তিনি মোটেই বিশ্বাসী নন।  তবে মিঠাই রানি যে দাদুর নাতিকে পুরো পুরি বদলে দিয়েছে একথাও সকলেই মেনে  নিয়েছেন।

 

 

আরও পড়ুন-নিতম্ব বার করে বিকিনিতে সাহসী পোজ, কোমরের কার্ভসে শরীরী নেশায় ঝড় তুললেন দিশা

আরও পড়ন-জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, 'হাগ ডে' -তে রইল বলিউডের সেরা কিছু ভালবাসার দৃশ্য

আরও পড়ুন-এক রাতের শয্য়াসঙ্গী থেকে শারীরিক সম্পর্ক, নোংরা কেলেঙ্কারিতে কীভাবে নাম জড়িয়েছিল ঐশ্বর্যর

 

সম্প্রতি নয়া প্রোমোতে দেখা গেছে, পাহাড়ের কোলে চা বাগানের মধ্যে মিঠাইয়ের গালে হাত রেখে সিদ্ধার্থ বলছে , আই লাভ ইউ মিঠাই। কিন্তু উচ্ছেবাবুর মুখে একথা শুনে কোনওমতেই বিশ্বাস করতে পারছেন না মিঠাই (Mithai)। সে তার উচ্ছেবাবুকে আরও একবার বলে, আরেকবার বলো। মিঠাইয়ের কথা শুনে আরও জোরে সিদ্ধার্থ বলে ওঠেন 'আই লাভ ইউ' মিঠাই(Mithai )। এরপরই বউকে জাপটে ধরে ভালবাসায় ভরিয়ে দেন সিদ্ধার্থ। সিদ্ধার্থর মিঠাইয়ের প্রতি এই ভালবাসা দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা। এই প্রোমো দেখেই নেটিজেনরা স্পেশ্যাল এপিসোড দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে  এটা স্বপ্ন  নাকি বাস্তব। যদিও সূত্র বলছে , বাস্তবেই ভালবাসার কথা মিঠাইয়কে বলবেন সিদ্ধার্থ। স্পেশ্যাল পর্বের এপিসোডের জন্য ইতিমধ্যেই নাকি উত্তরবঙ্গে নাকি রওনা দিয়েছেন সিদ্ধার্থ ও মিঠাইরা।   মিঠাই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র  (TRP Rating ) তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। প্রতিদিন সন্ধে ৮ টা হতেই মোদক পরিবারের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। মিঠাই  ধারাবাহিকে একের পর এক চমক আসতে চলেছে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।  তবে কি  মিঠাই -সিদ্ধার্থর রোম্যান্সই কি নিজের জায়গা ফিরিয়ে দেবে 'মিঠাই'কে, তা জানতেই আগ্রহী অনুরাগীরা।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে