লাল সিং চড্ডা নিয়ে ফের চমক আমির খানের, এবার ট্রেলার প্রিভিউ হোস্ট করলেন মিস্টার পারফেকশনিস্ট

Published : May 28, 2022, 05:28 PM ISTUpdated : May 28, 2022, 05:30 PM IST
লাল সিং চড্ডা নিয়ে ফের চমক আমির খানের, এবার ট্রেলার প্রিভিউ হোস্ট করলেন মিস্টার পারফেকশনিস্ট

সংক্ষিপ্ত

শীঘ্রই মুক্তি পেতে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চড্ডা। প্রায় ৪ বছর পর আবার সিলভাই স্ক্রিনে ধরা দিতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। চরিত্র থেকে বিষয়, কিংবা প্রচারের কায়দা, সবেতেই একাধিক চমক রেখেছেন আমির খান। এবার প্রচারে ও এক নয়া চমক নিয়ে হাজির তিনি।   

আমির খানের গল্পের নৈপুণ্যতা, বিগত কয়েক বছর ধরে দর্শককে এই ভাবনায় বিশ্বাসী করতে শিখিয়েছেন আমির খান। বাস্তবকে সোজা এবং সাবলীলভাবে কী উপায়ে তুলে ধরা যায় সেই প্রমাণ আমির খান বারবার দিয়েছেন। ছবির বিষয় থেকে চরিত্র, সবেতেই যেন প্রতি বার নতুনের স্বাদ নিয়ে উপস্থিত হন তিনি। তাঁর ছবি মানেই 'এক অন্য ধরনের অভিজ্ঞতা' এই অপেক্ষাতেই থাকেন সিনেমা প্রেমীরা। আর এই ধারার ব্যতিক্রম হল না 'লাল সিং চড্ডা'- র ক্ষেত্রে ও। এবারে ও এক ভিন্ন স্বাদের প্রচার আমিরের। 

ছবির প্রচারে এক বিরাট চমক রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট, শোনা যাচ্ছে, যে-সে দিনে নয়, একেবারে আইপিএল ফাইনালের দিনেই নতুন ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আনবেন আমির! তা-ও একেবারে খেলা চলার মাঝেই। জানা গেছে যে ইতিমধ্যেই তার প্রস্তুতি সম্পূর্ণরূপে সেরে রেখেছেন আমির। বলিউড সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে যে, 'আইপিএল ফাইনালের দিন, অর্থাৎ ২৯ মে মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চড্ডা’র ট্রেলারের ঝলক, একেবারে খেলার লাইভ স্ট্রিমিংচলাকালীন। 

আরও পড়ুন- জন্মদিনে ভাইরাল করণ জোহরের ছোটবেলার ভিডিও, দেখুন সিরিয়াল অভিনেতাকে

আরও পড়ুন- মাদক মামলায় বিরাট স্বস্তি শাহরুখ পুত্রের, এনসিবির চার্জশিটে নেই আরিয়ান খানের নাম

আরও পড়ুন- কেউ হাসলেন- কেউ মুখ ঘুরিয়ে নিলেন, করণ জোহরের জন্মদিনে এক ছাদের তলার সলমন-অ্যাশ-ক্যাট

বর্তমানে ডিজিটাল বাজারের দুনিয়ায় যেখানে সবাই ডিজিটাল প্ল্যাটফর্মকেই প্রচারের অন্যতম প্রধান মাধ্যম বলে গণ্য করে থাকেন সেখানে দাঁড়িয়ে একবারে অন্যভাবে নিজের ছবির প্রচার করতে চেয়েছেন আমির খান। খেলার দুনিয়া আর বিনোদন দুনিয়াকে একেবারে এক মঞ্চে এনে দাঁড় করাতে একেবারে প্রস্তুত আমির খান। বিনোদন বাণিজ্যে এই প্রথম এই ধরণের পরিকল্পনা করা হয়েছে। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলেই দেখা যাবে আমির খানের ছবি লাল সিং চড্ডা- র প্রথম ঝলক। 

এরই মাঝে আমির খান শনিবার শহরে একটি ট্রেলার প্রিভিউ হোস্ট করে লাল সিং চাড্ডার মুক্তির উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছেন। এদিন ট্রেলারের স্ক্রীনিংয়ের জন্য উপস্থিত সমস্ত মহিলার সাথে পানিপুরি খেয়ে বেশ খোশ মেজাজেই ছিলেন ছবির নায়ক। উল্লেখ্য ইতিমধ্যে স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়া পেজে ইরফান পাঠান এবং হরভজন সিংয়ের সাথে লাল সিং চাড্ডার শুরু করে দিয়েছেন আমির খান। এরপর আইপিএল ফাইনালের দিন তার ছবির ট্রেলার মুক্তি পাবে জেনে তো অধির অপেক্ষায় আমির অনুরাগীরা।  

গানের প্রচারে ক্ষেত্রে একেবারে 'আউট অব দ্য বক্স' চিন্তাভাবনা আমির খানের। সম্প্রতি ছবির গান প্রকাশ করেছেন রেডিয়ো চ্যানেলে। অডিও  ভিস্যুয়াল মিডিয়ার যুগে প্রথমে শুধু অডিও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। সব মিলিয়ে একবারে অন্য ধারায় 'লাল সিং চড্ডা' নিয়ে হাজির হতে চলেছেন আমির খান। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর খানকে ও।  বর্তমানে আইপিএল উন্মাদনার মাঝে লাল সিং চড্ডার স্বাদ কেমন হয় তা উপভোগ করার অপেক্ষাতেই আমির-করিনা ভক্তরা। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত