একই ফ্রেমে সিম্বা-সূর্যবংশী-সিংঘম, ছবির ট্রেলারে ছয়লাপ সিনেদুনিয়া

  • মুক্তি পেল 'সূর্যবংশী'র অফিসিয়াল ট্রেলার  
  • রোহিত শেট্টি পরিচালিত কপ ইউনিভার্সের চতুর্থ ছবি 'সূর্যবংশী' 
  • মূল চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, জাভেদ জাফরি, জ্যাকি শ্রফ সহ অন্যান্য অভিনেতা
  • অ্যাকশনেই বাজিমাত তিন তারকার

বলিউডের অ্যাকশন-ড্রামা এক্সপার্ট রোহিত শেট্টির আগামী ছবি 'সূর্যবংশী'র ট্রেলার মুক্তি পেতেই অক্ষয়ের নাম যপে চলেছে নেটিজেনরা। কপ ইউনিভার্সের চতুর্থ ছবি নিয়ে হাজির হয়েছেন পরিচালক। অজয় দেবগণ অভিনীত 'সিংঘম' ছবির হাত ধরে শুরু হয় রোহিতের কপ ড্রামা। ট্রেলারে অক্ষয়ের পাওয়ার প্যাকড অ্যাকশনের দৃশ্য তাক লাগিয়েছে দর্শকদের। 

আরও পড়ুনঃ'শুভ জন্মদিন বাঘ', এভাবেই টাইগারকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিকা

Latest Videos

আরও পড়ুনঃদেড় কোটি টাকা অর্থ সাহায্য, রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন অক্কি

চার মিনিটের ট্রেলার জুড়ে দেখা গিয়েছে মুম্বই শহরে হানা আনতে চলেছে একদল জঙ্গী। শহরকে এই বিপদ থেকেই কীভাবে বাঁচাবেন বীর সূর্যবংশী (অক্ষয়)। এ ধরণের কপ ড্রামা ছবি যদিও অক্ষয়ের তালিকায় একেবারেই নতুন নন। খানিক একই ছকে বাঁধা গল্পের মোড়ে বেশ কিছু ছবিতে আগেও অভিনয় করেছেন খিলাড়ি কুমার। তা সে 'বেবি' হোক কিংবা 'এয়ারলিফ্ট'। ট্রেলার অভিনেতার অ্যাকশনের দৃশ্যের দামামার পাশাপাশি ছিল অজয় দেবগণ এবং রণবীর সিংয়ের এন্ট্রি। রোহিতের কপ দুনিয়ার আরও দুই নায়ক। 

আরও পড়ুনঃমিলিন্দ সোমান মানেই যৌন আবেদন, তাঁর চোখে রহস্যময়ী নারী একজনই

তবে ক্যাটরিনার ভক্তকূল বেজায় হতাশ হয়েছে। চার মিনিটের ট্রেলারে তেমন নাকি স্ক্রিন স্পেসই দেওয়া হয়নি নায়িকাকে। এই নিয়ে নেটদুনিয়ায় দুঃখপ্রকাশ করেছেন ফ্যানেরা। প্রসঙ্গত ট্রেলার নিয়ে কেবল ভক্তদের মধ্যে নয় হাহাকার পড়েছে টলিমহলেও। ট্রেলার মুক্তি পেতেই টেলিঅভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, 'ট্রেলার জুড়ে কেবল ব্লকবাস্টারই লেখা রয়েছে। ছবিমুক্তির অপেক্ষায় রইলাম।' অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ট্যুইটারের মাধ্যমে জানান ছবি নিয়ে উত্তেজনার কথা।

অ্যাকশন ছাড়াও ড্রামা এবং মশালা এন্টারটেনমেন্টের পাঞ্চে ভরপুর ট্রেলার। ছবির প্রযোজনা করেছেন করণ জোহার, হিরু যশ জোহার, অরুনা ভাটিয়া, অপূর্ব মেহতা। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফ, অভিমুন্য সিং, গুলশন গ্রোভার, নীনা গুপ্তা, সিকন্দর খের, নিকিতন ধীর।

Share this article
click me!

Latest Videos

Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
পাসপোর্ট চক্রে গ্রেফতার Lalbazar-র প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি Ashok Nagar-এ