মিলিন্দ সোমান মানেই যৌন আবেদন, তাঁর চোখে রহস্যময়ী নারী একজনই
মিলিন্দ সোমান মানেই পর্দায় যেন এক টানটান উত্তেজনা। তাঁর শরীরী ভাঁজেই যেন এক কথায় মুগ্ধ ভক্তেরা। নারীর চোখে মিলিন্দ সোমান সর্বদাই চেয়েছেন খানিকটা এগিয়ে থাকতে। আর তা নিয়ে বেজা মাথা ব্যথা এই মডেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলা মেলা কথা বললেন তিনি।
110

মিলিন্দ সোনাম সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি নিজের যৌন জীবন নিয়ে বেশ চিন্তিত।
210
তিনি চান নিজেকে বেশিদিন ধরে রাখতে। এই জীবন তিনি বেশ উপভোগ করেন।
310
মিলিন্দ বার বার প্রেমে পড়েছেন। সম্পর্কে থাকতেই তিনি বেশি পছন্দ করেন।
410
সব মেয়েদের মনই তিনি এক নজরে পড়ে ফেলতে পারেন, বলে দাবিও করেন তিনি। শুধু ব্যতিক্রম একজন।
510
তিনি হলেন মিলিন্দ-এর স্ত্রী অঙ্কিতা। তাঁকে প্রথম দেখেই মুগ্ধ হয়েছিলেন মিলিন্দ সোমান।
610
অঙ্কিতাই তাঁর জীবনের প্রথম নারী। যাঁকে দেখার পরই মিলিন্দের রহস্যময়ী মনে হয়েছিল।
710
২০১৮-তে বিয়ে করেন তিনি অঙ্কিতাকে। দুবছর ধরে তিনি মুখে সংসার করছেন অঙ্কিতার সঙ্গে।
810
বর্তমানে তিনি একটি জনপ্রিয় চ্যানেলে মডেলিং-এর বিচারকের ভূমিকাতে কাজ করছেন।
910
নিজের ফিটনেস নিয়ে বরাবরই সচেতন মিলিন্দ।
1010
মডেলিং-এর জগতে আজও মিলিন্দ সোমানের নাম সবার আগে আসে।
Latest Videos