ব্রহ্মাস্ত্রর আগেই শর্টফিল্মে আলিয়া-রণবীর, লিভ ইন-এ একে অন্যের শ্যুটিং করলেন

Published : Apr 10, 2020, 01:11 PM IST
ব্রহ্মাস্ত্রর আগেই শর্টফিল্মে আলিয়া-রণবীর, লিভ ইন-এ একে অন্যের শ্যুটিং করলেন

সংক্ষিপ্ত

করোনার জন্য ঘরে বসে শর্ট ফিল্ম একে অন্যের শ্যুটে ব্যস্ত রণবীর-আলিয়া লক ডাউনেই মুক্তি পেল আলিয়া-রণবীরের প্রথম ছবি একই বাড়িতে থেকে ক্যামেরা করলেন তারকারা

করোনার প্রকোপ রুখতে গোটা বিশ্ব জুড়ে চলছে এক অঘোষিত যুদ্ধ। একের পর এক সেক্টরে নেমে আসছে ধ্বস। আর্থিক সংকটের মুখে সাধারণ মানুষ। এমনই পরিস্থিতিতে লক ডাইন ঘোষণা করা হয়েছে কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে এই লক ডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু দেশ যে পথে এগোচ্ছে, সেই দিকে নজর দিয়ে এখন বোঝা দায় পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগবে। 

  আরও পড়নঃ মিকি-মিনি'-তেই নেটিজেনদের মন কাড়লেন দীপবীর, হাসির রোল উঠল নেটদুনিয়ায় 

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত দেশের প্রায় ৬৪০০মানুষ। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬। দেশের এমনই পরিস্থিতিতে সকলের পাশে দাঁড়ালেন বলিউড তারকারা। প্রথম থেকেই সকল তারকা সতর্ক করে চলেছিলেন, বাড়ি থেকে শর্ট ফিল্মে কাজ করে, তা সম্প্রচার করে, অর্থ তুলে দেওয়া হবে কলাকুশলিদের হাতে। এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছিল তারকাদের পক্ষ থেকে।
 
আরও পড়ুন-সারা গায়ে-মুখে সাবানের ফেনা, লকডাউনে ভাইরাল ঋতুপর্ণার স্নানের ছবি
সেই শর্টফিল্ম সম্প্রচার করা হয়েছিল রবিবার সোনি নেটওয়ার্কে। তাতে অভিনয় করেছিলেন দেশের বিুভিন্ন প্রান্তের কলাকুশলিরা। ছলিনে রণবীর আলিয়াও। ব্রহ্মাস্ত্রেই এই জুটিকে প্রথম দেখা যাবে মনটাই কথা ছিল। কিন্তু এই শর্টফিল্মে প্রথমবার ধরা দিলেন আলিয়া ও রণবীর। শুধু তাই নয়, একে অন্যের অংশ শ্যুটও করলেন তাঁরা। কোয়ারেন্টাইনে একই সঙ্গে সময় কাটাচ্ছেন এই দুই তারকা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি