
দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সচেতন করে চলেছেন মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলে। সকলকে বাড়িতে থাকার নির্দেশও দেওয়া হচ্ছে। আর সেই কাজ সরকারের পাশাপাশি নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সেলিব্রিটিরাও।
আরও পড়ুনঃ 'লকডাউনে এটাই স্বর্গ', কেন এমন বললেন অভিনেত্রী স্বস্তিকা
শুধু ত্রাণে সাহায্য নয়, সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মুহূর্তে মানুষকে বোঝানো, ঘরে থাকার আবেদন করা ও সচেতন করে তোলার কাজ করে চলেছেন তারকারা। পাশাপাশি কীভাবে বাড়িতেই শরীরচর্চা করবেন তার টিপসও দিচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে মন্দিরা বেদি ছুঁড়ে দিলেন এক চ্যালেঞ্জ। উল্টো হয়েই পরে ফেললেন জামা ও প্যান্ট। মন্দিরা বেদি বরাবরই ফিটনেস-এ হট।
আরও পড়ুনঃ 'এক বিশ্ব, এক যোগে বাড়িতে', বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ-প্রিয়ঙ্কা
সোশ্যাল মিডিয়ায় পাতার পর পাতা মন্দিরা শেয়ার করে থাকেন তাঁর শরীর চর্চার ছবি। তাঁর ফিটনেস সর্বদা নজর কাড়ে নেটিজেনজের। সেই তারকাই এবার সকলকে দিলেন এক খোলা চ্যালেঞ্চ। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। এখন দেখার কোন কোন তারকা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।