পোশাকের উপর দিয়ে উঁকি মারছে 'বেবিবাম্প', ঢিলেঢালা ড্রেসে কি লুকানোর চেষ্টা বিপাশার, ছবি ভাইরাল

Published : Aug 03, 2022, 02:34 PM ISTUpdated : Aug 03, 2022, 05:17 PM IST
পোশাকের উপর দিয়ে উঁকি মারছে 'বেবিবাম্প',  ঢিলেঢালা ড্রেসে কি লুকানোর চেষ্টা  বিপাশার, ছবি ভাইরাল

সংক্ষিপ্ত

প্রেগন্যান্সির জল্পনার মধ্যেই একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ফ্যামিলি গেট-টুগেদারে একসঙ্গে চুটিয়ে এনজয় করতে দেখা গেছে বিপাশা ও করণকে। এবং সেই ছবি দেখেই নেটিজেনরা বলছেন, ঢিলেঢালা পোশাক পরে নাকি বেবিবাম্প আড়াল করার চেষ্টা করছেন বিপাশা বসু।  বিপাশার বোন সোনি বসুর মেয়ে নিয়ার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বিপাশা ও করণ।  প্রেগন্যান্সির জল্পনার মধ্যে এই প্রথমবার ছবি পোস্ট  করেছেন বিপাশা। আর ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বলিউডের অন্দরে কান পাতলেই অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর।  একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার মা হতে চলেছেন বিপাশা বসু। ফের সুখবর বলিউডে। এককথায় বলতে গেলে টিনসেল টাউনে মা হওয়ার হিড়িক পড়েছে। তবে বিপাশার মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে।  নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কন্যার নতুন খবরেই  ঘুম উড়েছে নেটিজেনদের। বলিউডে আর কোন তারকারা মা হতে চলেছেন চলছে তার খোঁজ। এবং সেখানেই উঠে এসেছে বিপাশার নাম। সন্তানের সুখবর নিজে মুখে না দিলেও বিপাশা ও করণের ঘনিষ্ঠ সূত্র প্রেগন্যান্সির খবরে শিলমোহর দিয়েছে। সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে খুশিতে ভাসছেন করণ ও বিপাশা। প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তারা। খুব শীঘ্রই সুখবর শেয়ার করে নেবেন তারকা জুটি।

প্রেগন্যান্সির জল্পনার মধ্যেই একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ফ্যামিলি গেট-টুগেদারে একসঙ্গে চুটিয়ে এনজয় করতে দেখা গেছে বিপাশা ও করণকে। এবং সেই ছবি দেখেই নেটিজেনরা বলছেন, ঢিলেঢালা পোশাক পরে নাকি বেবিবাম্প আড়াল করার চেষ্টা করছেন বিপাশা বসু।  বিপাশার বোন সোনি বসুর মেয়ে নিয়ার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বিপাশা ও করণ।  প্রেগন্যান্সির জল্পনার মধ্যে এই প্রথমবার ছবি পোস্ট  করেছেন বিপাশা। আর ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বিপাশার ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে,  কখনও বার্থ ডে গার্ল নিয়া আবার কখনও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন বিপাশা। তবে বেশিরভাগ ছবিতেই নিজেকে যেন কিছুটা হলেও আড়াল করে রেখেছেন বিপাশা বসু। তবে ক্যামেরার সামনে তিনি ধরা দিতে চাইছেন না বলেই মনে করছেন নেটিজেনরা। হলুদ রঙের ঢিলেঢালা পোশাকে পরেই বেবিবাম্প আড়াল করার চেষ্টা করে গেছেন  বিপাশা। তবে তা সকলেরই চোখে পড়েছে। ৬ বছর পার হয়ে গেছে বিয়ের। দীর্ঘদিন বাদেই সন্তানের মা হতে চলেছেন বিপাশা বসু। খবর ফাঁস হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কবে  নতুন প্রাণকে পৃথিবীতে আনবেন করণ ও বিপাশা এই প্রশ্নে যেন 'স্পিকটি নট' দুজনেই। এর আগেও একটি সাক্ষাৎকারে সন্তান নিয়ে প্রশ্ন করতেই বিপাশা মুখ খুলেছিলেন। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছিল। বিপাশা জানিয়েছিলেন, 'সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, যেদিন উনি পরিকল্পনা করবেন সেদিনই সব হবে। এবং তাতেই আমরা খুশি।' তবে শুধু বিপাশাই নয় করণও জানিয়েছিলেন, দেশে প্রচুর শিশু রয়েছে, যাদের একজন অভিভাবক প্রয়োজন। সেরকম হলে একজন শিশুকে দত্তকও নিতে পারি। নিজে গর্ভবতী না হয়েও একজন সন্তানের মা হওয়া যায়, তার অভিভাবক হয়ে তাকে মানুষ করা যায়, আর সেটাই হল সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়াও তারা আরও জানিয়েছিলেন, পৃথিবীর সমস্ত শিশুরই একটা সুন্দর জগত দেখার অধিকার রয়েছে। সেই সুন্দর পৃথিবীটা তাদের দিতে চাই। তবে সময় সবটাই বলে দেবে। বিপাশা আরও বলেছিলেন, সারা দেশে এমন অনেক বাচ্চা রয়েছে, যাদের আমরা যত্ন নিতে পারি না। তাদের যত্ন নেওয়াও আমাদেরই কর্তব্য়। এবার হয়তো সেই সময় চলে এসেছে। বলিউডের বং বিউটি-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?