বিতর্কে সোনামপতী আনন্দ আহুজা, ই-কমার্স সাইটের সঙ্গে কড়া টক্করে বিপাকে ব্যবসায়ী

নয়া সমস্যার মুখে পড়তে হল সোনাম কাপুরের বর আনন্দ আহুজাকে। সার্ভিস নিয়ে প্রশ্ন করতেই পাল্টা বিপাকে সেলেব। 

সোনাম কাপুর (Sonam Kapoor) ও আনন্দ আহুজা (Anand Ahuja), একে অন্যের সঙ্গে বেশ ছুটিয়ে মজে থাকেন এই জুটি। বলিউড সেলেবদের মধ্যে এই জুটিকে বলা হয় লাভবার্ড (Bollywood Love Bird)। এক কথায় বলতে গেলে এই সেলেব জুটি মাঝে মধ্যেই মুম্বই, দিল্লি ও লন্ডনে সফর (Weekend In London) করে থাকেন। বরাবরই নিজেদের জগত নিয়ে বেশ মেতে থাকেন সোনাম ও আনন্দ। বর্তমানে সিনে দুনিয়া থেকে নিজেকে বেশ কিছুটা সরিয়ে নিয়েছে সোনাম। তবে ফ্যাশন টাইক্যুন (Fashion) বিভিন্ন ব্র্যান্ডে সঙ্গে আজও যুক্ত। ২০১৮ সালে এই জুটি একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এবার খানিক ভিন্ন কারণে খবরের শিরোনামে এই বলিউড জুটি। 

টুইটে প্রতিবাদ করতে গিয়েই নয়া বিপাকে পড়তে হল সোনাম কাপুরের বর আনন্দ আহুজাকে, রীতিমত কর ফাঁকি দেওয়ার মত অভিযোগ আনল এক ই-কমার্স সাইট। ঘটনার সূত্রপাত চলতি বছর জানুয়ারি মাসেই। তখন থেকেই ফোকাসে ছিলেন আনন্দ। এক ইকমার্স সাইটের সার্ভিস নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি, শেয়ার করেছিলেন একটি ইনভয়েস-ও। এতেই বিপত্তি। এবার মিলল পাল্টা উত্তর। যে ইনভয়েস শেয়ার করেছেন আনন্দ তা আদেও আসল নয়, অর্থাৎ তাতে দেখানো অর্থের অঙ্কে বেজায় জল মেশানো, সবটা এবার হাটে হাঁড়ি ভাঙার মতই ফাঁস করে দিল এই সংস্থা। 

Latest Videos

তাদের কথায়, ৯০ শতাংশ দাম কমিয়ে এখানে দেখানো হয়েছে। কারণ কর ফাঁকি দিতে চেয়েছিলেন আনন্দ। আর ঠিক সেই কারণেই কাগজে কলমে ৯০ শতাংশ দাম কমিয়ে রাখা হয়েছিল। এরপর সার্ভিস প্রসঙ্গ এক কথায় বলতে গেলে ধামা চাপা, তাদের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক ও ক্রেতাদের পরিষেবা নিয়ে তারা বরাবরই যত্নশীল। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বরং আনন্দ আহুজাই ভূল পথ বেছে নিয়েছিলেন কর ফাঁকি দেওয়ার তাগিদে। এই খবর সামনে আসতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। 

আরও পড়ুন- লাভ রঞ্জনের ফ্রেমে ডুবে শ্রদ্ধা-রণবীর, আগামী ছবির সেটে ফিরে বেজায় খুশি সেলেব জুটি

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

অন্যদিকে সোনাম বেশ নিজেকে গুছিয়ে নিয়েছেন, অভিনয় জগতটাই এমন, সব রকমের চরিত্র ও পোশাকের জন্য নিজেকে প্রস্তুত করেই এখন মানতে হয় প্রতিযোগিতার দলে। স্টানিং লুক থেকে ফিগার, অভিনয় গুণ থেকে শুরু করে, নাচ গান, সবই যেন চাই একপলকে। সুপারস্টার হওয়ার এখন এই একটাই সংজ্ঞা।  ক্যামেরায় পার্ফেক্ট লুক দিতে চায় সকলেই। সেই দিকে নজর দিয়েই প্রতিটা সেলেব নিজের ফিটনেস ফান্ডা তৈরি করে থাকেন। সোনাম কাপুর তার ব্যতিক্রম নন। উল্টে তাঁর ফ্যাশনেবল লুক এক নজরে সকলকে চমকে দিতে সক্ষম। স্লিম ফিট ফিগারে বরাবরই হিট সোনাম।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury