
বলিউডের (Bollywood) লাইম লাইটে (Lime Light) এখন অনুষ্কা শর্মা আর তাঁর প্রযোজনা সংস্থা। ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz) থেকে সরে দাঁড়ালেন নায়িকা। বললেন, প্রথম ভালোবাস নিয়েই থাকতে চান। শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এমনই কথা। এক সময় নিজের প্রযোজনা হাউজের ছবিতে পর পর কাজ করেছেন অনুষ্কা। ছবিগুলো সে সময় বক্স অফিসে বেশ প্রশংসাও কুড়িয়েছিল। এবার সেই প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন নায়িকা। একথা নিজেই জানিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা (Anushka Sharma) লিখলেন, ভাইয়ের সঙ্গে যখন প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস এর যাত্রা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমাদের ততটা ধারণা ছিল না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কর্নেশকে। ওর জন্য নতুন দিশা দেখছে এই সংস্থা।
জানা গিয়েছে, ভাই কর্নেশের সঙ্গে যৌথ উদ্যোগে এই সংস্থা তৈরি করে ছিলেন অনুষ্কা। বর্তমানে তিনি সেই সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে স্থির করেছেন। এখন মন দিয়ে শুধু অভিনয়ই করবেন বলে জানান। জানিয়েছেন, তাঁর হাতে যতটুকু সময় আছে, তিনি ভালো করে অভিনয় করতে চান। তিনি আরও লেখেন, আমি এখন একজন সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথমেপ্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এক দায়িত্ব সামলামে আমার ভাই কর্নেশ। এই সংস্থা একদম সঠিক হাতেই থাকবে। তবে, সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সব সময় সংস্থার সাফল্যের কামনা করব। আমার শুভেচ্ছা সব সময়ই থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে। বর্তমানে চাকদহ এক্সপ্রেস নিয়ে ব্যস্ত অনুষ্কা শর্মা। এই ছবিটি একটি বায়োপিক। ছবির প্রধান চরিত্রে রয়েছেন তিনি।
২০১৩ সালে অনুষ্কা ও তার ভাই যৌথ উদ্যোগে শুরু করেন ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz)। ‘এনএইচ১০’, ‘পরী’, ছবি দুটি প্রযোজনা করেছে সংস্থাটি। তাছাড়া, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’ ও অ্যামাজম প্রাইমে ‘পাতাললোক’ এই সংস্থারই প্রযোজনা। তবে, অনুষ্কার এই সিদ্ধান্ত নিছক অভিনয়ের জন্য নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন- ফিনফিনে পাতলা পোশাকে স্পষ্ট শরীরী ঢেউ, উরফির সঙ্গে টক্কর মন্তব্য নেটিজেনদের
আরও পড়ুন- কালো পোশাক দিয়ে বেরিয়ে পড়েছে কাঁধ, নেটিজেনদের সমালোচনার মুখে কাজল
আরও পড়ুন- হোলির দিনেই রেকর্ড, প্রথম দিনেই কত কোটির বক্স অফিসে উঠল অক্ষয় ঝড়