গাঁজা সেবনে বিপাকে ভারতী, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

  • দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার হলেন কমেডিয়ান ভারতী সিং
  • গ্রেফতার করা হয়েছে ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও
  • মাদকচক্রে জড়িয়ে ১৪ দিনের জেল হল ভারতী ও হর্ষের
  • মুম্বই কোর্টের আদেশে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল সেলেব দম্পতির

মাদকচক্রে অভিযুক্ত কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সঙ্গে নাম জড়িয়েছে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ারও। টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে সেলেব দম্পতিকে। ভারতী এবং হর্ষ জেরায় অবশেষে স্বীকার করেছেন গাঁজা সেবন করার কথা। শনিবার টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। রবিবার দু'জনকে মুম্বইয়ের কিলা কোর্টে পেশা করা হয়। তারপরই ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। 

নার্কোটিকস একের পর এক তারকাদের এই তালিকাতে নাম জড়াতে দেখা গিয়েছে গত কয়েকমাসে। মাঝে বেশ কিছুদিন সেই রেশ খানিক হালকা হলেও, আবারও তা ঝড় তুলল ভারতী সিংয়ের তলব ও গ্রেফাতারের ঘটনায়। মাদক চক্রের জেরে এবার এনসিবি থেকে সমন পাঠানো হয় তাঁদের। শনিবার দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। NCB-র দফতরে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন ভারতী ও তাঁর স্বামী। তাঁদের বাড়িতে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। 

Latest Videos

আরও পড়ুনঃগোটা শরীরে কেবলমাত্র 'খবরের কাগজ', এ কোন অবতারে ধরা দিলেন মধুমিতা

 

দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সারা আলি খান, একের পর এক তারকার নাম উঠে এসেছে এই তালিকায়। রিয়া চক্রবর্তীর সঙ্গে গ্রেফতারও করা হয়েছিল ১৮ জনকে। এবার সেই তালিকাতে যুক্ত হল দুই নতুন নাম। এই দুই কমেডিয়ান একাধিক রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত। ফিয়ার ফ্যাক্টর থেকে শুরু করে গানের নাচ-গানের রিয়ালিটি শো-এর মঞ্চে সঞ্চালনা করা, প্রভৃতিতেই নজর কেড়েছেন এই দুই স্টার। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury