ফোন কেড়ে সাংবাদিককে মারধর করে বিপাকে, সলমনকে সমন আদালতের

সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের জেরে সলমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আন্ধেরির ম্যাজিসট্রেট আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। সেই সমনে তাঁকে ৫ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে সলমন খানের নামে অভিযোগ করেছিলেন সাংবাদিক অশোক পাণ্ডে।

সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে এমনিতেই একাধিক মামলা চলছে আদালতে। তার মধ্যে রয়েছে ১৯৮৮ সালের কৃষ্ণসায়র হরিণ হত্যা মামলাও। আর এর মধ্যেই আবার এক নতুন মামলায় জড়ালেন তিনি। সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, আরও একবার আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ভাইজান। সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের (Misbehaving With A Journalist) জেরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আন্ধেরির ম্যাজিসট্রেট আদালত (Andheri Metropolitan Magistrate Court) থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। সেই সমনে তাঁকে ৫ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে সলমন খানের নামে অভিযোগ করেছিলেন সাংবাদিক অশোক পাণ্ডে। আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় ভাইজানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অশোক পান্ডে (Ashok Pandey) নামে এক সংবাদিক সলমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কিন্তু, এতদিন করোনার জেরে পিছিয়ে যায় সেই মামলার শুনানি। অবশ্য এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তাই এবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আর তার জন্য ৫ এপ্রিল সলমনকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

Latest Videos

আরও পড়ুন- 'RRR' মুক্তির আগে স্ক্রিনের সামনে কাঁটাতারের বেড়া, সিনেমা হল এখন যেন 'সীমান্ত'

ওই সাংবাদিকের অভিযোগ, ২০১৯ সালের ২৪ এপ্রিলের ঘটনা। সলমন খান তাঁর দুই বডিগার্ডের (bodyguard) সঙ্গে সাইকেল চালাতে ব্যস্ত ছিলেন। আর সেইসময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সঙ্গে ছিলেন অশোক। সলমনের বডিগার্ডদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করতে শুরু করেন। কিন্তু, এতে হঠাৎই রেগে যান ভাইজান। তারপরই তাঁর বডিগার্ডরা অশোককে মারধর করেন। তাতে হাত লাগিয়েছিলেন সলমনও। মেরে ওই সাংবাদিকের মোবাইলও কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর ১০০-তে ফোন করার ভয় দেখালে ফোন ফেরত দেয় সলমনের বডিগার্ডরা। এই ঘটনার পরই সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অশোক। আর এবার সেই মামলার শুনানির জন্যই ভাইজানকে হাজিরা দিতে বলা হয়েছে। নিজের অভিযোগ পত্রে সলমন আরও জানান, পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁকে বারবার বলা হয়েছিল কোনও অপরাধই ঘটেনি।

আরও পড়ুন- বক্ষযুগল উন্মুক্ত করে বিকিনিতে সেক্সি পোজ, ইলিয়ানার শরীরী নেশায় বুদ সাইবারবাসী

তবে যতই আইনি জটিলতায় জড়ান না কেন সলমন খানের ক্যারিয়ারে কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব কখনও পড়েনি। নিজের মতো করে একের পর এক ছবি তৈরি করে চলেছেন তিনি। ভক্তদের একের পর এক উপহারও দিয়ে চলেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড কাঁপিয়ে এবার দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন তিনি।

আরও পড়ুন- জন্মের সময় ঘটে যাচ্ছিল সাঙ্ঘাতিক দুর্ঘটনা, রানি মুখার্জির কথায় উঠে এল শিউরে ওঠা গল্প

চিরঞ্জিবীর ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে ডেবিউ করতে চলেছেন সলমন। তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবির ‘গডফাদার’-র (Godfather) মাধ্যমে দক্ষিণী ছবিতে দেখা যাবে সলমনকে। তবে শুধু যে দক্ষিণী ছবিতেই যে প্রথমবার কাজ করছেন তা নয় এই প্রথমবার চিরঞ্জীবীর (Chiranjeevi) সঙ্গে একই ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, ১২ মার্চ থেকেই কাজরাট-এর এন ডি স্টুডিওতে ছবিতে নিজের অংশের শুটিং শুরু করে দিয়েছেন সলমন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today