ব্রালেটের সঙ্গে শাড়ি, রেট্রো লুকে গর্জিয়াস দীপিকা, সব্যসাচীর পোশাকে তাক লাগালেন কান চলচ্চিত্র উৎসবে

৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে রেট্রো লুকে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে গর্জিয়াস লুকের ছবিও শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। কালো ও সোনালি রঙের স্ট্রাইপ সিমারি শাড়িতে তাক লাগালেন বলিউডের দীপ্পি। ব্রালেটের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে শাড়িতে লাস্যময়ী দীপিকার সাজে মুগ্ধ সকলেই। গাঢ় মেক আপ, টানা আইলাইনার, হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড যেন নব্বইয়ের দশকে নিয়ে গেছে এক মুহূ্তে। সব্যসাচীও নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই গর্জিয়াস রেট্রো লুকের ছবিটি শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন ৭৫ তম তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকা পাড়ুকোন।

সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়িয়েছে করোনা ভাইরাস। হলি থেকে বলি সর্বত্রই  প্রভাব পড়েছিল এই মারণ ভাইরাসের। যার জেরে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। এবার করোনা মহামারীর পর তিন বছরের মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ উৎসব হতে চলেছে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব নিয়ে এখন চর্চা তুঙ্গে। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। যদিও এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, শর্মিলা ঠাকুর,বিদ্যা বালান, নন্দিতা দাসও কান উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন। ইতিমধ্যেই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রকাশ পেয়েছে অভিনেত্রীর ফার্স্ট লুক। এবার কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন তাক লাগালেন ভারতীয় ডিজাইনার পোশাকে। সব্যসাচীর পোশাকে দীপিকা পাড়ুকোনকে দেখে চোখ সরানো দায়। সব্যসাচীর পোশাকে দীপিকাকে দেখে সকলেই হতবাক হয়েছে।

৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে রেট্রো লুকে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে গর্জিয়াস লুকের ছবিও শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। কালো ও সোনালি রঙের স্ট্রাইপ সিমারি শাড়িতে তাক লাগালেন বলিউডের দীপ্পি। ব্রালেটের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে শাড়িতে লাস্যময়ী দীপিকার সাজে মুগ্ধ সকলেই। গাঢ় মেক আপ, টানা আইলাইনার, হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড যেন নব্বইয়ের দশকে নিয়ে গেছে এক মুহূ্তে। সব্যসাচীও নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই গর্জিয়াস রেট্রো লুকের ছবিটি শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন ৭৫ তম তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকা পাড়ুকোন।

Latest Videos

 

 

 কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারই কোনও না কোনও চমক দেন দীপিকা পাড়ুকোন। তবে এভাবে রেট্রো লুকেও যে চমক দিতে পারেন তা সত্যিই অনবদ্য। কান উৎসবে অভিনব সাজে ধরা দিয়েছেন, বলি ডিভার থেকে চোখ ফেরানো মুশকিল। এককথায় বললে যেমন তার ব্যক্তিত্ব তেমনই তার সাজ।  দীপিকার ভক্তরাও তাকে দেখে রীতিমতো চমকে গেছেন। প্রতিবছরই সকলের মধ্যমণি হয়ে ওঠেন দীপিকা পাড়ুকোন। এবারও তার অন্যথা হল না। এবারের জুরি মেম্বারদের মধ্যে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও জুরি তালিকায় রয়েছে অভিনেতা -পরিচালক রেবেকা হল, নুমি রেপেস, এবং ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ট্রিনকা। এছাড়াও পরিচালক আসগর ফারহাদি, ল্যাডজ লাই, জেফ নিকোলস, এবং জোয়াকিম ট্রিয়ার এবারের কান প্যানেলের অংশ। ৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট হয়েছেন লিন্ডন।

আরও পড়ুন-বিয়ের জল্পনার মাঝেই বোমা ফাটালেন অর্জুন, তবে কি মালাইকার সঙ্গে ছাদনাতলায় যেতে নারাজ অভিনেতা?

আরও পড়ুন-লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত

আরও পড়ুন-ঠান্ডা মাথায় ছক কষেই কি পল্লবীকে খুন করেছে সাগ্নিক? গভীর রাতের জেরায় উঠে এল নয়া তথ্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury