'কলকাতায় গেলে একবার দেখা করতামই' , বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আবেগঘন পোস্ট দীপ্তি নাভালের

  • প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত
  • বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
  • শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র জগতে 
  • আবেগঘন পোস্ট দীপ্তি নাভালের

Jayita Chandra | Published : Jun 10, 2021 10:20 AM IST

প্রবীণ চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াত, খবর প্রকাশ্যে আসা মাত্রই তা ছড়িয়ে পড়ে নেটমহলে। আবেগে ভাসে সিনে দুনিয়া। কেবল টলিউড নয়, ভারতীয় সিনে জগত ছিল তাঁর চরাচর, আর সেই স্মৃতিতেই পরতে-পরতে জড়িয়ে দীপ্তি নাভাল। যার প্রথম হিন্দি ছবিতে ছিলেন দীপ্তি। ছবির নাম আন্ধি গলি (১৯৮৪)। সেই একটাই ছবিতে কাজ করা, তবুও স্মৃতির পাতায় আজও জ্বল জ্বল করছে সেই দিনগুলি। 

আরও পড়ুন- "অনেকটা ক্ষতি হয়ে গেল", বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া 

Latest Videos

প্রয়াণের খবর পেয়ে তারই একচিলতে সোশ্যাল পেজে শেয়ার করে নিলেন দীপ্তি নাভাল। তিনি পরিচালককে দাদা বলেই ডাকতেন। লিখলেন- আমি দাদার সঙ্গে কাজ করেছি মাত্র একটা ছবিতে। আমার মনে আছে ভারসোভাতে শ্যুটিং করা হয়েছিল, আর সঙ্গে ছিলেন কুলভুশন খারবন্দে। এই কাজটি করার সময় পরিচয় ঘটে। আমি এই গুণী ব্যক্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যি আনন্দিত। সর্ব কালের বন্ধু ও দাদার মতন ছিলেন তিনি আমার জীবনে। আমি কলকাতায় গেলেই একবার দেখা করতাম। তিনিও তাঁর কবিতার বই আমায় পাঠাতেন। 

বৃহস্পতিবার সকালেই প্রয়াত হন বাংলার কিংবদন্তী পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। সমস্যা ছিল কিডনিও। যার জন্য নিত্য চলত ডায়ালিসিস। শেষ কয়েকদিন তাঁর শরীর ভালো যাচ্ছিল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এদিন ভোর ৬টা নাগাদ তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

Share this article
click me!

Latest Videos

'তিন পাপী এক জেলে! একবার RG Kar কাণ্ডের রিপোর্টটা সামনে আসুক, তারপর...' | Suvendu Adhikari
এখন ঝলমলে আকাশ, কিন্তু মহালয়ার দিন থেকে শুরু হবে তাণ্ডব! বড় আপডেট | West Bengal Weather Update
RG Kar News Live : আজ আর জি কর মামলায় Supreme court-এ শুনানি, দেখুন সরাসরি
Shantipur-এ BSF-এর রক্তদান উৎসব! নারী অগ্রগতির বিশেষ বার্তা ডিআইজি-র! | Canning News Today
Suvendu Adhikari | সাগর দত্ত কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর #suvenduadhikari #shorts #news