সুজিত সরকারের ছবিতে এবার ইরফান পুত্র বাবিল, আবেগঘন পোস্ট করে জানালেন রনি লাহিড়ি

Published : Jun 26, 2021, 02:46 PM ISTUpdated : Jun 26, 2021, 04:51 PM IST
সুজিত সরকারের  ছবিতে এবার  ইরফান পুত্র বাবিল,  আবেগঘন পোস্ট করে জানালেন রনি লাহিড়ি

সংক্ষিপ্ত

বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ইরফান খানের বড় ছেলে বাবিল খান এই ছবিতে বাবিলের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি সুজিত সরকারের ছবিতে অভিনয় করতে চলেছেন ইরফান পুত্র বাবিল  টুইটার হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করে জানালেন রনি লাহিড়ি  

তপন বক্সী: ইরফান খানের বড় ছেলে বাবিল খান বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন খুব শিগগিরি। ছবির নাম 'কোয়ালা'। ছবিটি পরিচালনা করছেন 'বুলবুল' খ্যাত অনিতা দত্ত। প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস 'ক্লিন স্লেট ফিল্মজ'। এই ছবিতে বাবিলের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি। 

 

আরও পড়ুন-৬ মাসের গর্ভের সন্তানকে নিয়েই জোরকদমে চলছে শ্যুটিং, অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের...

আরও পড়ুন-'স্পোটর্স ব্রা'-র চারপাশে বেরিয়ে 'Big Size' স্তনযুগল, 'Cleavage' এর খাঁজে আগুন মালাইকার...

আরও পড়ুন-পরপুরুষের শয্য়াসঙ্গী থেকে শরীর নিয়ে দর কষাকষি, বচ্চন পরিবারের পুত্রবধূ হলে কি এই মাশুল দিতে হতো করিশ...

 

 

শুধু 'কোয়ালা' নয়, ইরফান পুত্র বাবিলের দ্বিতীয় ছবিটির কথাও ঘোষণা হয়ে গেল আজ। প্রযোজক -পরিচালক সুজিত সরকার আর রনি লাহিড়ির প্রযোজনা সংস্থা 'দ্য রাইজিংসান'-ও ইরফান পুত্র বাবিল খানকে নিয়ে যে ছবি করতে চলেছে, সেকথা নিজের টুইটার হ্যান্ডেলে আবেগঘন একটি পোস্ট করলেন রনি লাহিড়ি। তার সঙ্গে তিনি শেয়ার করেছেন বাবিলের সঙ্গে প্রোডাকশন হাউজের ঘরে আলোচনায় বসা নিজেদের ছবির কিছু ঝলক। নিজের টুইটারে রনি লিখেছেন, 

 

 

"ইরফান স্যর, আপনার উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিজেকে সম্মানিতবোধ করছি। আপনার মত কিংবদন্তির সঙ্গে কাজ করার পর এবার বাবিলের সঙ্গে কাজ করতে চলেছি। এটা দৈবযোগ ছাড়া আর কি! @বাবিল.আই.কে@সুজিত সরকার@ফিল্মসরাইজিংসান"সুজিত সরকার আর রনি লাহিড়ি এর আগে ইরফান খানকে নিয়ে 'পিকু' তৈরি করেছেন। যে ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনেরা। এরপর ২০২০-র এপ্রিল মাসে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইরফান খান।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে