বৃহস্পতিবার সকালে বিধ্বংসী আগুন লাগে শাহরুখ খানের বাড়ির পাশে। বান্দ্রায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাত একটি বহুতলের ওপরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে এলাকাতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বাশেই শাহরুখ খানের মন্নত। আগুনের জেরে প্রাণ হারায় ওই বহুতলের এক মহিলা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা
বৃহস্পতিবার সকালে শাহরুখ খানের বাড়ি মন্নতের পাশেই লেগে যায় আগুন। আনুমানিক শর্ট সার্কিট থেকে লাগে এই আগুন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু ততক্ষণ আগুন লেগে মৃত্যু ঘটে এক মহিলার। পাশাপাশি ওই ফ্লাটেরই ওপর একজনের শরীরের ৯০ শতাংশ পুরে যায়। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ভাবা হাসপাতালে।
আরও পড়ুনঃকরোনা আতঙ্কের মধ্যে বিতর্কে অঞ্জন দত্ত, বিদেশ থেকে ফিরেই যোগ দিলেন জমায়েতে
আরও পড়ুনঃবিপুল ক্ষতির মুখে বিনোদন জগৎ, দিন মজুরের পাশে দাঁড়াল প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া
বহুতলের ওপরে আগুন লাগার ফলে মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। সেই আতঙ্কের জেরেই তড়িঘড়ি বেরতে গিয়ে আগুন লাগে মৃত মহিলার গায়ে। এই বহুতলের বিপরীতেই অবস্থিত বলিউড কিং খানের বাড়ি। ফলে নিরাপত্তা ঢেকে ফেলা হয় সেই অঞ্চল। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভবপর হয়েছে। আগুন সেভাবে ছড়ানোর আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।