এক সময়ের জনপ্রিয় তারকা রাজ কিরণ, দিন কাটছে যার এখন পাগলাগারদে

Published : Nov 10, 2019, 06:58 PM ISTUpdated : Nov 10, 2019, 06:59 PM IST
এক সময়ের জনপ্রিয় তারকা রাজ কিরণ, দিন কাটছে যার এখন পাগলাগারদে

সংক্ষিপ্ত

মানুষিকভাবে অসুস্থের পর কিরণকে, তার পরিবার ত্যাগ করে ঋষি কাপুর তার সহকর্মী রাজ কিরণকে নিয়ে  সহানুভূতিশীল  কিরণকে তিনি  ভারতে ফিরিয়ে আনতে সমস্ত চেষ্টা করবেন পরিবারের সদস্যরা রাজ কিরণকে মৃত বলে ধরে নিয়েছেন  

'কর্জ' ছবির ঋষি কাপুরের সহ-অভিনেতা রাজ কিরণকে এইমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে আবিষ্কার করা হয়েছে। মানুষিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর এই অভিনেতাকে তার পরিবার পুরোপুরি ত্যাগ করে। 

আরও পড়ুন, তার সিঙ্গল থাকার পিছনে অজয় দায়ী, কেন এ কথা বলেছিলেন টাবু

এদিকে তারপর তিনি মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি হওয়ার পর তার কাছে সামান্য় পরিমানে টাকাও ছিলনা। তারপর রাজ কিরণ নিজের চিকিৎসার অর্থ যোগানের জন্য তাকে সেই চিকিৎসাকেন্দ্রে কাজ করতে পর্যন্ত দেখা গেছে।  মানসিক ভারসাম্য় হারানোর জন্য় তিনি প্রথমে ভারতের একটি মেন্টাল অ্য়াসাইলামে ভর্তি হয়েছিলেন। এরপরে তিনি  চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর প্রায় এক দশক ধরে তাঁর কথা আর শোনা যায়নি। তাঁর পরিবারের সদস্যরা রাজ কিরণকে মৃত বলে ধরে নিয়েছিলেন।

আরও পড়ুন, আমিরের ব্য়বহারে বাথরুমে বসে কাঁদতে হয়েছিল, ফাঁস করেন দিব্যা ভারতী

ঋষি কাপুর অবশ্য় তার সহকর্মী রাজ কিরণকে নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল। তিনি এক সাক্ষাতকারে জানিয়েছিলেন  যে কিরণকে পুনর্বাসিত করতে এবং তাঁকে ভারতে ফিরিয়ে আনতে তিনি যা যা করতে পারেন তার সমস্ত চেষ্টা করবেন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোশালা পরিদর্শন, পশু কল্যাণে ১১ লক্ষ টাকার অনুদান দিলেন অভিনেতা সোনু সুদ
বলিউডে পার করলেন ৩০টা বছর, এই বিশেষ দিনে আবেগঘন পোস্ট করলেন রানি মুখোপাধ্যায়