সাবার ছবি দেখে মুগ্ধ হৃত্বিক সোশ্যাল মিডিয়ায় কমেন্টে কীসের ইঙ্গিত দিলেন গ্রিক গড

বি টাউনে হৃত্বিক রোশনের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সাবা আজাদ নামক এক উঠতি মডেল অভিনেত্রীর সঙ্গে না কি প্রায়শই ধরা দিচ্ছেন গ্রিক গড। তাঁদের সম্পর্কের গভীরতা কতদূর সেই নিয়ে মানুষহের মনে আগ্রহের অন্ত নেই।  এবার সেই আগ্রহে আর একটু শান দিলেন হৃত্বিক। সম্প্রতি সাবার ছবিতে হৃত্বিকের কমেন্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। 
 

হৃত্বিকের (Hrithik Roshan) প্ৰাক্তন স্ত্রী সুজানের (Sussane Khan) সঙ্গে যে সম্পর্ক একেবারেই শেষ তা এখন একটি প্রকাশিত সত্য। তবে দুজনের মধ্যেকার বন্ধুত্বের ছবি ধরা দিয়েছে বেশ কয়েকবার। এরই মাঝে নয় গুঞ্জনে মেতেছে বলি পাড়া, সূত্রের খবর বলিউডের এক নবাগতা অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সঙ্গে না কি একসঙ্গে বেশ কিছুবার দেখা গেছে হৃত্বিককে (Hrithik Roshan)। তবে কি হৃত্বিকের জীবনে নতুন কেউ এল? তবে কি আবার ও বিয়ের পিঁড়িতে বসবেন গ্রিক গড? এহেন বেশ কিছু প্রশ্ন নাড়াচাড়া দিতে শুরু করেছে মানুষের মনে। শোনা গেছে একে অপরকে না কি ডেট করছেন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। শুধু তাই নয় সূত্রের খবর হৃত্বিকের পরিবারের সঙ্গে ও না কি ইতিমধ্যে দেখা করেছেন সাবা (Saba Azad)। 

তবে এই পুরো ঘটনাটা ইঙ্গিতপূর্ণ হলেও এই নিয়ে এখনই প্রকাশ্যে কোনও মুখ খোলেন নি হৃত্বিক রোশন (Hrithik Roshan) বা সাবা আজাদ (Saba Azad) কেউই। পাশাপাশি হৃত্বিক (Hrithik Roshan) এবং সাবার (Saba Azad) পরিবারের তরফে ও কোনও কথা প্রকাশ করা হয় নি। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রতিবাদ ও জানান কি দুজনের কেউই। এরই মাঝেসাবার পোস্ট জুড়ে আজকাল ধরা পড়ছে হৃত্বিকের কমেন্টের বন্যা যা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। সাবার ফটোশ্যুটের ছবিতে কমেন্ট করছেন হৃত্বিক। 

Latest Videos

আরও পড়ুন- পিছু ছাড়ল না সনিকা মৃত্যু মামলা, শুটিংয়ের জন্য বিদেশে যাওয়া হল না বিক্রমের

আরও পড়ুন- প্রকাশ্যে এল সুপার অ্যাকশন ষ্টার জন আব্রাহামের সুপার অ্যাকশন মুভি 'অ্যাটাক' ছবির ট্রেলার

আরও পড়ুন- ওটিটি-তে পিছিয়ে গেল আলিয়ার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কেন জানেন

এদিন সাবা ইনস্টাগ্রামে (Saba Azad on Instagram) নিজের একটি ছবি পোস্ট করে লেখেন,  'কল মি মিস হেপবার্ন আজাদ ! ইয়েস আই ওয়াস বর্ন ইন দ্য রং ডিকেড ইনডিড আই উইল টাইম ট্র্যাভেল হোয়েন দে ফিগার ইট আউট।; অর্থাৎ যার বাংলা বাংলা অর্থ হল, 'আমাকে মিস হেপবার্ন আজাদ বলে ডাকো! হ্যাঁ এটা ঠিক যে আমি ভুল দশকে জন্মগ্রহণ করেছি, তবে আমি সময়ের পথ ভ্রমণ করব যখন মানুষ এটা বুঝতে পারবে।' সাবার এই ছবিতেই হৃত্বিক কমেন্টে লিখেছেন, 'টাইমলেস' অর্থাৎ নিরন্তর। হৃত্বিকের পাশাপাশি অন্যান্য ভক্তদের লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে এই ছবিতে। 

উল্লেখ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবার গান শুনেও মুগ্ধ হয়েছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সাবা, যেখানে দেখা যাচ্ছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) বাংলা ছবি গুপি গাইন বাঘা বাইন-এর (Goopy Gyne Bagha Byne) মহারাজা তোমারে সেলাম গানটি গাইছেন তিনি। এমন পরিস্থিতিতে সাবার গান শুনে মোহগ্রস্ত হয়ে পড়েছেন হৃত্বিক। ভিডিওটি শেয়ার করে সাবা (Saba Azad) লিখেছিলেন, 'আমি বাড়িতে অসুস্থ এবং গান গাওয়া ছাড়া আমার আর অন্য কিছু করার শক্তি নেই। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা-মা আমাকে ক্লাসিক রে ফিল্ম গুপি গাইন বাঘা বাইন-এর সাউন্ডট্র্যাকের একটি ক্যাসেট এনে দিয়েছিলেন। এই ছবিটি আমরা একটি উৎসবের সময় দেখেছিলাম। তখন বাংলা মোটেও ভালো বুঝতাম না। শীঘ্রই সেই ক্যাসেটটি আমার প্রিয় হয়ে ওঠে এবং আমি অ্যালবামের প্রতিটি গানের কথা মুখস্থ করে ফেলেছিলাম।' পাশাপাশি উচ্চারণে ভুল হলে তাঁকে ক্ষমা করার অনুরোধ ও জানিয়েছে সাবা। সাবার গানের এই ভিডিওতে মুগ্ধ হয়ে হৃত্বিক লেখেন, 'তুমি একজন অসাধারণ মানুষ।' হৃত্বিকের কমেন্টের (Hrithik's Comment) জবাবে সাবা (Saba Azad) লেখেন, 'ধন্যবাদ, তুমি খুব দয়ালু।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia