ফ্লোরাল- প্রিন্টেড বোল্ড ড্রেসে তাক লাগালেন  জাহ্নবী, ড্রেস টি চুরি করার মতলবে রয়েছেন শানায়া কপূর।

থাই- স্লিট ফ্লোরাল প্রিন্টেড ম্যাক্সি ড্রেসে হট এন্ড বিউটিফুল জাহ্নবী কপূর, বার্লিন থেকে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। খুঁড়তুতো বোন শানায়া কাপুর তার ছবির নীচে  প্রতিক্রিয়ায় জানান তিনি চুরি করতে চান এই ড্রেস টি।

গরমে কমফর্টেবল  থেকেও কিভাবে ফ্যাশনেবল থাকা  যায় তা জাহ্নবী কপুর কে দেখলেই বুঝতে পারবেন।জাহ্নবী কাপুর বুধবার তাঁর ইনস্টাগ্রামে বার্লিন থেকে একটি ফ্লোরাল প্রিন্টেড থাই স্লিটেড ড্রেসে ছবি পোস্ট করেন, যে ছবি টি দেখে জাহ্নবীর রূপে মুগ্ধ ফ্যানেরা প্রশংসা ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁকে। শুধু ফ্যানেরাই নয় জাহ্নবীর লুকে মুগ্ধ তাঁর খুড়তুতো বোন শানায়া কপূরও।জাহ্নবীর এই ফ্লোরাল প্রিন্টেড থাই স্লিটেড ড্রেস টি তাঁর এত ভালো লেগেছে যে তিনি কমেন্টে লেখেন যে এই ড্রেস টি তিনি চুরি করতে চান। 

বার্লিনে ছুটি কাটাতে গিয়েছেন শ্রীদেবী তনয়া, এবং সেখানে গিয়ে বার্লিনের ছবির মতন সাজানো সুন্দর রাস্তায় এই সুন্দর ফ্লোরাল প্রিন্টেড ড্রেসটি পড়ে পোজ দেন জাহ্নবী, ড্রেস টি তে অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাঁকে, ফ্লোরাল প্রিন্ট এবং থাই- স্লিটেড ডিজাইন একই সাথে 'বোল্ড এন্ড বিউটিফুল' লুক তৈরি করেছে। শুধু ড্রেস পড়ে পোজ দেয়াই নয় বোল্ড ড্রেস কিভাবে ক্যারি করতে হয় সেটাও তিনি খুব ভালো ভাবেই জানেন।

Latest Videos

 

আরও পড়ুন,বিয়ে করছেন সোনাক্ষী ও জাহির? উত্তর দিলেন শাহরুখ খান!

আরও পড়ুন, কমলা রঙের জিম আউটফিটে মুম্বাই এর তাপমাত্রা যেন বাড়িয়ে দিলেন মালাইকা অরোরা

জাহ্নবী তাঁর ইনস্টাগ্রামে ছবি গুলি পোস্ট করে ক্যাপশন দেন 'হ্যালো বার্লিন'। একটি ছবি তে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টেড ড্রেসে বার্লিনের ঝা চক চকে রাস্তায় দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি , আবার কোনো টায় বার্লিনের নদীর নীল জলের ধারে একাকিনী বসে আছেন তিনি। আবার কোনো টা তে এলো- চুলে বেখেয়ালি জাহ্নবী আপন মনে কি যেন ভাবছেন, আবার কোনো টায় বার্লিনের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলে ধরেছেন তিনি। রূপকথার মত সাজানো সুন্দর এই শহরের যেন একমাত্র রাজকন্যা তিনি।

গরম কালে হাঁসফাঁস না করেও কিভাবে হালকা মেকআপ করে ফ্যাশনেবল থাকা যায় এই মুহূর্তে তাঁর জল জ্যান্ত উদাহরণ তিনি।জাহ্নবীর ফ্যাশন সেন্স তাঁর মার মতনই সুন্দর। স্ট্র্যাপি স্লিভলেস মিড লেন্থ আইভরি রঙের ফ্লোরাল প্রিন্টেড এই ড্রেস টি প্ল্যাংগিং নেক লাইন এবং থাই হয় স্লিট একটি আলাদা সৌন্দর্য্য যোগ করেছে পোশাক টি তে।সাথে বলতে গেলে কোনো রকম গয়না বা এক্সেসরিজ তিনি পড়েননি, এবং কোনোরকম মেকআপও ব্যবহার করেননি  শুধু পিঙ্ক লিপস্টিক ছাড়া, খোলা চুলে অদ্ভুত মোহময়ী লাগছে তাঁকে, ড্রেসটি একটি বেজ কালার হিউ ব্লকড হিলের সাথে পেয়ার আপ করেছেন তিনি। 

এই গরমে যদি আপনিও ফ্যাশনেবল অথচ কম্ফোর্টেবল থাকতে চান তালে আপনিও জাহ্নবী কপূরের থেকে টিপস নিতেই পারেন।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar