বলিউড প্রেমে মগ্ন পপতারকা কেটি পেরি, প্রথম রাতেই করলেন খোলসা

Published : Nov 13, 2019, 05:48 PM IST
বলিউড প্রেমে মগ্ন পপতারকা কেটি পেরি, প্রথম রাতেই করলেন খোলসা

সংক্ষিপ্ত

এই নিয়ে তিনবার ভারত সফরে এলেন পপতারকা কেটি পেরি ১৬ তারিখ বাণিজ্যনগরী মুম্বাইতে তার মিউজিক কনর্সাট অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাই সফরের জন্য তার সৌজন্যে থাকবেন বলি ডিভা জ্যাকলিভ ফার্নান্ডেজ মুম্বাই পৌঁছেই বলিউডের প্রেমে পড়ে গেলেন পপতারকা

এই প্রথমবারই নয়, এই নিয়ে তিনবার ভারত সফরে এলেন পপতারকা কেটি পেরি। গতকালই মুম্বাই এসেছেন এই তারকা। তার তিনবার ভারত সফরে আসার পিছনে তিনটি কারণ রয়েছে। প্রথমবার জয়পুরে এসেছিলেন নিজের ডেস্টিনেশন ওয়েডিংয়ে। যদি কিছুদিনের মধ্যে সেই বিয়ে ভেঙে যায় পপ স্টার কেটির। দ্বিতীয়বার এসেছিলেন মেডিটেশন শিখতে। আর এবার এসেছেন মুম্বাইয়ের মিউজিক কনসার্টের জন্য। আপাতত তার মিউজিক কনসার্টের দিকে তাকিয়ে রয়েছে ভক্তেরা।\

আরও পড়ুন-বিবাহবার্ষিকীতে কী প্ল্যান দীপবীরের, না জানলেই মিস করবেন...

আগামী ১৬ তারিখ বাণিজ্যনগরী মুম্বাইতে তার মিউজিক কনর্সাট অনুষ্ঠিত হতে চলেছে। কনসার্টের আগে সংবাদমাধ্যমকে কেটি জানিয়েছেন, 'এখানকার দর্শকদের সামনে অনুষ্ঠান করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এবার হাতে খানিকটা সময় আছে। শহরটাকে ঘুরে দেখার ইচ্ছেও রয়েছে। এখানকার স্ট্রীট ফুডও খাওয়ার ইচ্ছে আছে।'

আরও পড়ুন-ভাল আছেন লতা, ঘরে ফেরার অপেক্ষায় পরিবার...

মুম্বাই সফরের জন্য তার সৌজন্যে থাকবেন বলি ডিভা জ্যাকলিভ ফার্নান্ডেজ। আর মুম্বাই পৌঁছেই যেন বলিউডের প্রেমে পড়ে গেল পপতারকা। এবার তা প্রকাশ্যে এল।মুম্বাইয়ে এসে বলিউডের সিনেমা দেখার ইচ্ছে প্রকাশ করেন কেটি। বলিউডের ভাইজান সলমন খান এবংজ্যাকলিভ ফার্নান্ডেজের 'কিক' সিনেমা দেখেই বলি প্রেমে মত্ত হয়ে গেছেন।

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের