
এই প্রথমবারই নয়, এই নিয়ে তিনবার ভারত সফরে এলেন পপতারকা কেটি পেরি। গতকালই মুম্বাই এসেছেন এই তারকা। তার তিনবার ভারত সফরে আসার পিছনে তিনটি কারণ রয়েছে। প্রথমবার জয়পুরে এসেছিলেন নিজের ডেস্টিনেশন ওয়েডিংয়ে। যদি কিছুদিনের মধ্যে সেই বিয়ে ভেঙে যায় পপ স্টার কেটির। দ্বিতীয়বার এসেছিলেন মেডিটেশন শিখতে। আর এবার এসেছেন মুম্বাইয়ের মিউজিক কনসার্টের জন্য। আপাতত তার মিউজিক কনসার্টের দিকে তাকিয়ে রয়েছে ভক্তেরা।\
আরও পড়ুন-বিবাহবার্ষিকীতে কী প্ল্যান দীপবীরের, না জানলেই মিস করবেন...
আগামী ১৬ তারিখ বাণিজ্যনগরী মুম্বাইতে তার মিউজিক কনর্সাট অনুষ্ঠিত হতে চলেছে। কনসার্টের আগে সংবাদমাধ্যমকে কেটি জানিয়েছেন, 'এখানকার দর্শকদের সামনে অনুষ্ঠান করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এবার হাতে খানিকটা সময় আছে। শহরটাকে ঘুরে দেখার ইচ্ছেও রয়েছে। এখানকার স্ট্রীট ফুডও খাওয়ার ইচ্ছে আছে।'
আরও পড়ুন-ভাল আছেন লতা, ঘরে ফেরার অপেক্ষায় পরিবার...
মুম্বাই সফরের জন্য তার সৌজন্যে থাকবেন বলি ডিভা জ্যাকলিভ ফার্নান্ডেজ। আর মুম্বাই পৌঁছেই যেন বলিউডের প্রেমে পড়ে গেল পপতারকা। এবার তা প্রকাশ্যে এল।মুম্বাইয়ে এসে বলিউডের সিনেমা দেখার ইচ্ছে প্রকাশ করেন কেটি। বলিউডের ভাইজান সলমন খান এবংজ্যাকলিভ ফার্নান্ডেজের 'কিক' সিনেমা দেখেই বলি প্রেমে মত্ত হয়ে গেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।