কৌশিক-গুড্ডুর নয়া ম্যাজিক, এবার সিঙ্গল অ্যালবামে ঝড় তুলতে তৈরি এই বাঙালি জুটি

আমার-আপনার মত সিনেপ্রেমী ও সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয় ছুঁয়েছিল অক্ষয়কুমার অভিনীত সূরিয়াবংশী ছবিতে এই কৌশিক-গুড্ডুর মত ইয়ং ট্যালেন্টেড মিউজিক কম্পোজারের কম্পোজিশনে তৈরি মেরে ইয়ারা। এবার এই বাঙালি ডুয়োকে দেখা যাবে সিঙ্গল অ্যালবামে। চলতি সপ্তাহেই মুক্তি পাবে কৌশিক-গুড্ডুর নতুন অ্যালবাম তেরি আদা 

ফিল্মসিটি মুম্বইতে (Mumbai) রবাবরই বাঙালির আনাগোনা লেগেই রেয়েছে। টিনসেলটাউনে যেসব বাঙালির পদধূলি পড়েছে তাঁরা প্রত্যেকেই একেবারে দাপিটে রাজত্ব করেছে বাণিজ্যনগরী মুম্বইতে। গত কয়েক দশক ধরে প্রথাগত ও সাংস্কৃতিক ধারা বজায় রেখেছে বাঙালি শিল্পীরা। একটু পিছন ফিরে দেখলেন মনে পরে যায় প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আর.ডি বর্মন থেকে হেমন্ত কুমার, সলিল চৌধুরির মত শিল্পীদের জনপ্রিয়তা আসমুদ্রহিমাচস বিস্তৃত। তাছাড়াও এযুগের বাপি লাহিড়ি, প্রীতমের মত ট্যালেন্ডেড শিল্পীদেরও জুড়ি মেলা ভার। মুম্বই শহরে বাঙালি শিল্পীদের জয়ের যাত্রাকে এগিয়ে নিতে এসেছে এসেছে আরও দুই বাঙালি কৌশিক-গুড্ডু (kaushik-Guddu)। আমার-আপনার মত সিনেপ্রেমী ও সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয় ছুঁয়েছিল অক্ষয়কুমার অভিনীত সূরিয়াবংশী (suriyabanshi) ছবিতে এই কৌশিক-গুড্ডুর (kaushik-Guddu) মত ইয়ং ট্যালেন্টেড মিউজিক কম্পোজারের কম্পোজিশনে তৈরি মেরে ইয়ারা। এবার এই বাঙালি ডুয়োকে দেখা যাবে সিঙ্গল অ্যালবামে। চলতি সপ্তাহেই মুক্তি পাবে কৌশিক-গুড্ডুর নতুন অ্যালবাম তেরি আদা (Kaushik Guddu Single Album Teri Adaa) । কৌশিক-গুড্ডু-র নতুন ম্যাজিক (kaushik-Guddu New Album) দেখতে মুখিয়ে রয়েছে অনুরাগীরা। এই গানে অভিনয় করতে দেখা যাবে শিবাঙ্গী  জোশী ও মোহসিন খানকে। প্লেব্যাক করেছেন মোহিত চোহান ও সৌম্য উপাধ্যায়। 

কৌশিক-গুড্ডুর সঙ্গীত জগতের ব্যাকগ্রাউন্ডে একটু আলোকপাত করলে দেখা যায়,এদের বেড়ে ওঠা এই শহর কলকাতাতেই (Kolkata)। শৈশব থেকে কৈশোর , তারপর কেরিয়ারের প্রান্তে এসেও হাত ছাড়ে নি একে অপরের। ছোট থেকেই গানের জগতের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন দুজনেই। একাধারে যখন ওয়েস্টার্ন মিউজিকের প্রতি বিশেষভাবে আকৃষ্ট গুড্ডু তখন অন্যদিকে  হিন্দুস্তানি  ক্ল্যাসিক্যাল মিউজিকে নিজের গানের গলাকে প্রতিনিয়ত তৈরি করেছেন কৌশিক। তার ফলস্বরুপ কৌশিক-গুড্ডুর যৌথ পারফরমেন্স সঙ্গীতপ্রেমীদের বিশেষভাবে মনোরঞ্জন করে থাকে। ২০১৩ সালের গানের জগতে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার উদ্দেশ্যে আরবসাগরের তীরে মুম্বই শহরে পা রাখেন কৌশিক-গুড্ডু। সঙ্গীতজগতে কেরিয়ারের শুরু হয় অ্যাসিস্টেন্ট কম্পোজার হিসাবে। প্রথমবার বলি সুপারস্টার রাজকুমার রাও অভিনীত বেহন হোগি তেরি মুভির জনপ্রিয় গান  তেরা হোকে রাহু-তে কৌশিক-গুড্ডুর কম্পোজিশন আর সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-এর কন্ঠে একেবারে বাজিমাত করেছে এই বাঙালি ডুয়ো। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি কৌশিক-গুড্ডুকে। 

Latest Videos

আরও পড়ুন-'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

আরও পড়ুন-'জন্মগত শিক্ষক', শাস্ত্রীয় সঙ্গীতের রেওয়াজের তালিম দেখে চমকে গেলেন শঙ্কর মহাদেবন

আরও পড়ুন-‘বড্ড সরু গলা’, গায়িকা হিসাবে শুরুর জীবনে বারেবারেই কড়া সমালোচনার মুখে পড়েছিলেন লতা

বলিউডের প্রথমসারির বিভিন্ন অভিনেতার ছবিতে মিউজিক কম্পোজার হিসাবে কাজ করে বি-টাউনে বাঙালির জয়গান গেয়ে চলেছেন শহর কলকাতার কৌশিক-গুড্ডু। আক্কির সূরিয়াবংশী ছবির মেরে ইয়ারা গানে তো রীতিমতো রেকর্ড ব্রেক করেছে নেটদুনিয়া। এই গানের ওপর প্রায় ২ মিলিয়নের বেশী রিল তৈরি হয়েছে সোশ্যাল সাইটে। তাঁদের এই সফল মিউজিক কম্পোজারের যাত্রার বিষয় এক সাক্ষাৎকারে বলেন, ছোট থেকেই যেহেতু কলকাতাতেই বেড়ে ওঠা, তাই সঙ্গীত জগতের প্রতি একটা অমোঘ আকর্ষণ ছিল। ছেলেবেলার কথা শেয়ার করতে গিয়ে বলেন, স্কুলে সবাই যখন খেলাধূলো করত, তখন তাঁরা রেডিও-তে সেই সময়ের বলিউডের হিট গান শুনে রেওয়াজ করতেন। সকলের ভালবাসায় আর নিজেদের অক্লান্ত পরিস্রমের ফলেই আজ মুম্বই শহর দুই বাঙালির নতুন পরিচয় গড়ে সকলের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ দিয়েছে। এখন অপেক্ষা শুধু তেরি আদার....

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury