Lata Mangeshkar Health Update: কেমন আছেন লতা মঙ্গেশকর, জেনে নিন কিংবদন্তী সঙ্গীত শিল্পীর হেলথ আপডেট

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। অবস্থার অবনতি হওয়ায় দেওয়া হয়েছিল ভেন্টিলেশনে (Ventilation)। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বার করে দেওয়া হয়েছে আইসিইউতে (ICU)। 
 

করোনা আক্রান্ত (Coronavirus) হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিংবদন্তী সঙ্গীত শিল্পী (Legendary Singer) লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) নিয়ে ছড়িয়েছে নানা গুজব। বিগত বেশ কিছু দিন ধরে সুর সম্রাজ্ঞীর হেলথ আপডেট (Health Update)নিয়ে খুব সতর্ক ও তৎপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল (Breach Candy Hospital) ও তার পরিবারের সদস্যরা। তবে লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খবর জানার জন্য সবসময় কৌচুহল তার ভক্তেরা। কারণটাও স্বাভাবিক। ২০ দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি তিনি। তবে প্রথমে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। লতা মঙ্গেশকর এখন আগের থেকেই অনেকটাই সুস্থ। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে এখনও রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। হেলথ আপেডেটে জানিয়েছে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর  (Lata Mangeshkar)। এখন আর ভেন্টিলেশনে নেই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। 
ভেন্টিলেশন (Ventilation) সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে। ভেন্টিলেশন খুলে দিলেও বয়সের কথা ভেবে তাকে এখনও রাখা হয়েছে আইসিইউতে (ICU)। সেখানে রেখেই চিকিরসা চলছে নবতিপর শিল্পীর। তবে হাসপাতাল সূত্রে যা খবর লতা মঙ্গেশকরকে এখনও হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কোনও সম্ভাবনা  নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকেই চলবে তার চিকিৎসা। তবে আপাতত অনেকটাই ভয়মুক্ত লতা মঙ্গেশকর বলে জানানো হয়েছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের পক্ষ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে তার শারীরিক অবস্থার আরও দ্রুত উন্নতি হবে। 

Latest Videos

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় লতাকে। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত লতা মঙ্গেশকর । যেই খবর সামনে আসার পরই উদ্বেগস বেড়েছিল ভক্তদের। হাসপাতালের সামনেও ভিড় জমিয়েছিলেন তারা। সেই সময় কিছু গুজবও ছড়িয়ে পড়ে। তলবে হাসপাতাল কর্তৃপক্ষ ও লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয় গুজবে কান দেবেন না। অবশেষে কিংবদন্তী সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থা উন্নতির খবরে স্বস্তিতে ভক্তরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia