ইচ্ছা করেই বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে আসেননি 'মহাগুরু', কেন আসলেন না মিঠুন জানুন সত্য

বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি, তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা (Bappi Lahiri Passes Away)।  যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল আচমকাই সকলকে ছেড়ে পরলোকে চলে গেলেন বলিউডের বিখ্যাত গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। বলিউডে একটা সময় দাঁপিয়ে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। বিশেষত জনপ্রিয় গান 'জিমি জিমি জিমি আজা আজা' গানের জনপ্রিয়তার কারণেই জুটেছিল ডিস্কো কিং-এর তকমা। মিঠুন চক্রবর্তীর বিখ্যাত সিনেমা 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গান আজও সকলের মুখে মুখে। মিঠুনের এই হিট সিনেমার দৌলতে তিনি আজ সকলের প্রিয় ডিস্কো কিং। মিঠুনের সঙ্গে বেশ কিছু গানই উপহার দিয়েছেন দর্শকদের। বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে (Last Rites Of Bappi Lahiri) বলিউডের বহু নামি ব্যক্তিত্বকে দেখা গেলেও দেখা মেলেনি মিঠুনের (Mithun Chakraborty)। বাপ্পি লাহিড়ির সঙ্গে মিঠুনের বন্ধুত্বের কথা প্রায় সকলেরই জানা। তবে কেন প্রিয় বন্ধুর শেষকৃত্য অংশ নিতে দেখা গেল না মিঠুনকে,তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।
 

বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি, তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা (Bappi Lahiri Passes Away)।  যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল আচমকাই সকলকে ছেড়ে পরলোকে চলে গেলেন বলিউডের বিখ্যাত গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। বলিউডে একটা সময় দাঁপিয়ে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। বিশেষত জনপ্রিয় গান 'জিমি জিমি জিমি আজা আজা' গানের জনপ্রিয়তার কারণেই জুটেছিল ডিস্কো কিং-এর তকমা। মিঠুন চক্রবর্তীর বিখ্যাত সিনেমা 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গান আজও সকলের মুখে মুখে। মিঠুনের এই হিট সিনেমার দৌলতে তিনি আজ সকলের প্রিয় ডিস্কো কিং। মিঠুনের সঙ্গে বেশ কিছু গানই উপহার দিয়েছেন দর্শকদের। বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে (Last Rites Of Bappi Lahiri) বলিউডের বহু নামি ব্যক্তিত্বকে দেখা গেলেও দেখা মেলেনি মিঠুনের (Mithun Chakraborty)। বাপ্পি লাহিড়ির সঙ্গে মিঠুনের বন্ধুত্বের কথা প্রায় সকলেরই জানা। তবে কেন প্রিয় বন্ধুর শেষকৃত্য অংশ নিতে দেখা গেল না মিঠুনকে,তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।

সালটা ১৯৮২। 'ডিস্কো ডান্সার'  মুক্তির পাওয়ার পরই এই ছবির বিখ্যাত 'জিমি জিমি জিমি আজা আজা' গান চির স্মরণীয় হয়ে রয়েছে আজও। গান মুক্তির পর থেকে আজও সুপারহিটের তকমা ধরে রেখেছে। হিটলিস্টে এখনও রয়েছে 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গান। একটা মাত্র গান দিয়েই নিজের জায়গাকে ধরে রেখেছিলেন বলি অভিনেতা মিঠুন (Mithun Chakraborty) । সেই থেকেই বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। শুধু পর্দাতেই নয়, তার বাইরে দারুণ বন্ধুত্ব ছিল মিঠুন ও বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) , তবে কেন প্রিয় বন্ধুর অন্তিম যাত্রায় সামিল হলেন না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । মিঠুন প্রথমসারির সংবাদসংস্থাকে জানিয়েছেন, বাপ্পি দার নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি। প্রিয় বন্ধুকে এভাবে কোনওদিনও দেখতে চাননি। তার হাসিমুখটাই সর্বদা দেখতে চেয়েছেন। আর কোনও কারণে নয়, এই জন্যই বাপ্পি লাহিড়ির শেষকৃত্য তিনি অংশ নেননি। তিনি সারাজীবন মিস করবেন বন্ধু বাপ্পিকে, সেকথাও জানিয়েছেন মিঠুন (Mithun Chakraborty) ।

Latest Videos

 

 

আরও পড়ুন-গোপন সঙ্গম নিয়ে নোংরা প্রশ্ন, বিবেকের প্রসঙ্গ উঠতেই সঞ্চালককে ধুয়ে দিলেন ঐশ্বর্য

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

আরও পড়ুন-ফারহানের 'সহবাস সঙ্গী' কি অন্তঃসত্ত্বা, শিবানীর বিয়ের ছবি দেখেই শোরগোল বি-টাউনে

 

২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির প্রয়াণে ভেঙে পড়েছেন বলি তারকা থেকে শিল্পী মহলের সকলেই। একের পর এক শিল্পীরা একে একে যেন চলে যাচ্ছেন না ফেরার দেশে। এককথায় বলতে গেলে বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। আর কোনওদিনই হাসি মুখটা দেখা যাবে না বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) , একগাল হাসি ভরা মুখটা দেখেই যেন মন ভর যেত ভক্তদের। তার আকস্মিক প্রয়াণে সকলের মন ভারাক্রান্ত। গত  মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee