চুল টেনে সপাটে থাপ্পড়, বেদম মারছে স্বামী, প্রচন্ড রেগে গিয়ে রোহনকে কী করলেন নেহা

Published : May 11, 2021, 05:25 PM ISTUpdated : May 11, 2021, 05:27 PM IST
চুল টেনে সপাটে থাপ্পড়, বেদম মারছে স্বামী,  প্রচন্ড রেগে গিয়ে রোহনকে কী করলেন নেহা

সংক্ষিপ্ত

বিয়ের ৬ মাসও কাটেনি নেহা ক্ককর ও রোহনপ্রীতের সকলের সামনেই নেহার চুল টেনে সপাটে থাপ্পড় মারছেন রোহনপ্রীত ব্যস বরের হাত মার খেয়েই উল্টে মারতে শুরু করেছেন নেহা  নেহা ও রোহনপ্রীত নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন

কয়েকমাস আগেই ভালবেসে বিয়ে করেছেন বলিউডের রিমেক কুইন নেহা কক্কর। এখনও বিয়ের ৬ মাসও কাটেনি নেহা ক্ককর ও রোহনের। এরই মধ্যে শুরু হয় মারপিট। এ আবার কী, কোন লুকোছাপা নয়, বরং সোশ্যাল মিডিয়ায় ঘটা করে মারপিটের ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছে নেহা কক্কর।

আরও পড়ুন-মালাইকার এই নোংরামির জন্য চরম বিপদে পড়েছিল আরবাজ খান , শেষ পরিণতিতেই কি হয়েছিল 'Divorce'...

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন নেহা।যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ঝগড় বললে কম বলা হবে একেবারে মারপিট করছেন রোহন ও নেহা। সকলেই সামনেই নেহার চুল টেনে সপাটে থাপ্পড় মারছেন রোহনপ্রীত। ব্যস বরের হাত মার খেয়েই উল্টে মারতে শুরু করেন নেহা। ভিডিও প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে বি-টাউনে।

 

 

তবে কি সত্যিই ঝামেলার শুরু হল নেহা-রোহনপ্রীতের। নাকি নিছকই মজার ছলে ভিডিও পোস্ট করেছেন। তবে ভিডিও দেখে কালঘাম ছুটেছে ভক্তদের মধ্যে। এমন সিরিয়াসলি মারামারি দেখে সকলেই হতবাক।  নেহা কক্কর, বলিউডের ড্রামা কুইনও বটে। দীর্ঘদিন ধরে যার বিয়ের খবরে সরগরম ছিল বলিউড।  সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক খবরের লাইমলাইটের শীর্ষে বরাবরই থাকে তিনি। বলিউডে বেশ নিজের আধিপত্যও বিস্তার করেছেন রিমেক কুইন।  আসলে  নেহা ও রোহনপ্রীত নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন। এই খুনসুটি তারই এক ঝলক। বরাবরই নিজের নতুন গান নিয়ে এমনই মজার টুইস্ট করে থাকেন বলিউডের  ড্রামা কুইন থুড়ি রিমেক কুইন নেহা ক্ককর।
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?