হনিমুনে যাচ্ছেন না রণবীর-আলিয়া, কারণটা জানলে অবাক হবেন আপনিও

আগেই বাতিল হয়েছে রিসেপশন। এবার শোনা যাচ্ছে এখনই হনিমুনে যাচ্ছেন না রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাঁরা হনিমুনে যেতে পারেন ৮ মাস পরে। 

রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে পর্ব শেষ হয়েছে। বিয়ের রাতেই রণবীর কাপুরের মা নীতু সিং জানিয়ে গিয়েছিলেন  স্টার দম্পতির কোনও ওয়েডিং রিসেপশন হবে না। কিন্তু এবার রণবীর-আলিয়া অনুগামীদের আরও একটা দুঃখের খবর শোনাব। কারণ তাঁদের ফ্যানের ইতিমধ্যে স্টার দম্পতির হনিমুন প্ল্যানিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে সত্যি বলতে কী স্টার দম্পতি এখনও কোনও মধুচন্দ্রিমা প্ল্যান করেছেন না। তবে আগে বি-টাউনে জল্পনা ছিল আলিয়া-রণবীর দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমায় যেতে পারেন। 

আলিয়া ভাট আর রণবীর কাপুর গত ১৪ এপ্রিল বাস্তুতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন। তেমন জমকালো কোনও রিসেপশন হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে সূত্রের খবর দুই পরিবারের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হয়েছে কাপুর হাউসে। সেখানে স্টার - দম্পতির বন্ধু ও ঘনিষ্টারও উপস্থিত থাকতে পারেন। কিন্তু দুঃখের বিষয় তাঁরা এখনই কোথাও হনিমুনে যাচ্ছেন না। 

Latest Videos

বিটাউনে গুঞ্জন- আলিয়ার দায়িত্ব নিয়ে নিজেকে দায়িত্ববান স্বামী হিসেবে নাকি তুলে ধরতে চাইছেন রণবীর। আর সেই কারণেই দ্রুত কাজে ফিরতে চান তিনি। শোনাযাচ্ছে আগামী সোমবার থেকেই শ্যুটিং -এ ফিরছেন রণবীর। এটাও শোনাযাচ্ছে আগামী ২১ এপ্রিল আলিয়া আর রণবীর মানালিতে যাবেন একটি শ্যুটিংএর জন্য। সেটা একটি ছোট্ট ট্রিপ হতে পারে। তবে তাঁরা কতদিন সেখানে থাকবেন তা নিয়ে কোনও নিশ্চিয়তা নেই। 

বিটাউনের গুঞ্জন- বিদেশে নববর্ষ উদযাবন করে দক্ষিণ আফ্রিকার জঙ্গল সাফারিতে যেতে পারেন রণবীর আর আলিয়া। যদি  সেটাও হয় তাহলে এখনও ঢের দেরী স্টার দম্পতির মধুচন্দ্রিমায় যেতে। এটা যদি ঠিক হয় তাহলে বিয়ের আট মাস পরে তাঁরা বেড়াতে যেতে পারেন। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury