ছবির শ্যুটিং শুরু করলেন নুসরত বারুচা,কাঁদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সুপার এক্সাইটেড নায়িকা

রাম সেতুর পর রুপোলি পর্দার প্যাডম্যানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সুপার এক্সাইটেড নায়িকা। পরিচালক রাজ মেহেতার হাত ধরে অক্ষয়ের বিপরীতে আরও একবার অভিনয়ের সুযোগ পাচ্ছেন নুসরত। আর এই সুযোগে নিজেকে একপ্রকার ধন্য বলে মনে হচ্ছে তাঁর। একথা অবশ্য নিজের মুখেই স্বীকার করেছেন নায়িকা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নুসরতের আগামী ছবি সেলফির শ্যুটিং। 

রাম সেতুর পর আরও একবার বড়পর্দায় দেখা যাবে সেই জুটিকে। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার আর বলিডিভা নুসরত বারুচাকে ফের দেখা যাবে বলিউডের আগামী প্রোজেক্ট সেলফিতে। রাম সেতুর পর রুপোলি পর্দার প্যাডম্যানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সুপার এক্সাইটেড নায়িকা। পরিচালক রাজ মেহেতার হাত ধরে অক্ষয়ের বিপরীতে আরও একবার অভিনয়ের সুযোগ পাচ্ছেন নুসরত। আর এই সুযোগে নিজেকে একপ্রকার ধন্য বলে মনে হচ্ছে তাঁর। একথা অবশ্য নিজের মুখেই স্বীকার করেছেন নায়িকা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নুসরতের আগামী ছবি সেলফির শ্যুটিং। ভূপালে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

পরিচালক রাজ মেহেতার আগামী ছবি সেলফিতে বলিউডের আক্কি, নুসরত ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ইমরান হাসমি ও দিয়ানা পেন্টিকে। এই ছবির পরিচালকের সঙ্গে আজীব দাস্তানা ছবিতে আগেও কাজ করেছেন নুসরত। তার মত মজাদার পরিচালকের সঙ্গে কাজ করলে সারাদিনটা বেশ ভালই কাটে বললেন নায়িকা। সঙ্গে দোসর বলিউডের খিলাড়ি।  দুইয়ের যুগলবন্দীতে শ্যুটিং সেটে যেন সারাদিন হাসির ফোয়ারা চলে। সেই সঙ্গে নতুন ছবি সেলফি প্রসঙ্গে নুসরত বলেন, হস্যকৌতুকে ভরপুর এমনই একটি ছবি দর্শককে উপহার দিতে চলেছেন পরিচালক রাজ মেহেতা। 

Latest Videos

আরও পড়ুন-করিনার জীবনে কে এই স্পেশাল ওয়ান, যার জন্য বিরিয়ানি রেঁধে খাওয়ালেন বেবো

আরও পড়ুন-স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি

আরও পড়ুন-প্রযোজকের কথা শুনে মরে যেতে ইচ্ছে হয়েছিল, অ্যাটাক ছবির প্রমোশনে বললেন জন

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে একবার কাজের সুযোগ পেলেও ইমরান হাসমির সঙ্গ এটাই প্রথম কাজ নুসরতের। এই বিষয়টা নিয়েই বেশ আনন্দিত নায়িকা। এই ছবির হাত ধরে নুসরত-দিয়ানার যুগলবন্দী অভিনয় উপভোগ করার সুযোগ পাবে হিন্দি ছবির দর্শক। আক্কি আর ইমরান প্রসঙ্গে নুসরত বলেছেন, এই দুই তারকার ছবি টিভির পর্দায় বা বিগস্ক্রিনে উপভোগ করেন তিনি। এবার পছন্দের স্টারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই খুশি তিনি। সর্বোপরি পরিচালক থেকে স্টারকাস্ট সবটা নিয়েই চরম এক্সাইটেড রাম সেতু নায়িকা। 

কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ মুহুর্তের ছবি শেয়ার করেছিলেন। সেলফি ছবির প্রযোজনা সংস্থার তরফে তাঁকে যেভাবে  ওয়েলকাম করা হয়েছিল সেই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা। একদিকে পরিচালক রাজ মেহেতার আগামী ছবি সেলফি-র শ্যুটিং শুরু তো অন্যদিকে নুসরত তাঁর আগামী ছবি হারদঙ্গের মুক্তির জন্য অপেক্ষার প্রহর গুনছে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia