কোয়ান্টিকো গার্ল থেকে দেশিগার্ল, হলুদ সালোয়ার স্যুটে সুপারহিট প্রিয়াঙ্কার ইন্সটা লুক

সোশ্যাাল মিডিয়াায় নিক ঘরণীর নিত্য নতুন ছবি মন জয় করে প্রিয়াঙ্কার অনুরাগীদের। সেই রকমই কিছু ছবি ফের ভক্তদের উপহার দিলেন কোয়ান্টিকো গার্ল।  লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ির সামনে একেবারে দেশি লুকে নিজেকে মেলে ধরলেন নায়িকা। উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কার রুপের ছটায় কাবু ভক্তমহল।

বলিউডের গ্ল্যামাারাস স্টার প্রিয়াঙ্কা চোপড়া আজ শুধু একজন বলি অভিনেত্রীই নন, হলিউডের মাটিতেও দাপিয়ে রাজত্ব করছেন তিনি। সোশ্যাাল মিডিয়াায় নিক ঘরণীর নিত্য নতুন ছবি মন জয় করে প্রিয়াঙ্কার অনুরাগীদের। সেই রকমই কিছু ছবি ফের ভক্তদের উপহার দিলেন কোয়ান্টিকো গার্ল। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ির সামনে একেবারে দেশি লুকে নিজেকে মেলে ধরলেন নায়িকা। উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কার রুপের ছটায় কাবু ভক্তমহল। বহুদিন পর একেবারে দেশিগার্ল স্টাইলে নেটদুনিয়াায় ভাইরাল হলেন পিগি চপস। ভারতীয় স্টাইলে সালোয়ার স্যুট পরে ছবি তোলার সময় বইছে মৃদু মন্দ বাতাস। আর  সেই হাওয়ায় নায়িকার খোলা চুল যেন মনে করিয়ে দিচ্ছে বলিউডের পর্দায় প্রিয়াঙ্কার সেই মারকাটারি স্টাইল। বাড়ির ওপর ডেকে দাঁড়িয়ে ছবি তোলার সঙ্গে প্রিয়ঙ্কার পিছনের সুইমিং পুল কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজারদের চোখ মোটেই এড়ায় নি। আর বলি বিউটির থেকে  কিছু দূরেই রয়েছে পাহাড়ের হাতছানি। 

চলতি  বছরে লস অ্যাঞ্জেলস প্রিয়াঙ্কার জীবনে এনেছে বাড়তি পাওনা। এখানেই মাতৃত্বের স্বাদ আস্বাাদনের প্রথম সুযোগ পেয়েছেন মম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্যারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন বলিউডের দেশিগার্ল। এই সময় পরিবার নিয়েই বিশেষ ব্যস্ত রয়েছেন নায়িকা। তবে প্রিয়াঙ্কা তাঁর লেটেস্ট ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, হোয়েন দ্য সাান হিটস জাস্ট রাইট....সত্যিই সূর্যের সোনালি আভায় হলুদ সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কার গ্ল্যাামার যেন ঠিকরে পরছে। এক ভক্ত নায়িকার পোস্টে লিখেছেন, সূর্যের আলোয় তিনি আরও বেশি গ্লো করছেন। আরেক ভক্ত আবার প্রিয়াঙ্কর ড্রেসের দিকে নজর না দিয়ে তাঁর চোখ পরেছে সোজা অভিনেত্রীর পায়ের চপ্পলে। তিনি মজা করে লিখেছেন, যতই বিদেশ বিভুঁইতে বাজিমাত করুন না কেন, দেশি চপ্পলের সৌন্দর্য কিন্তু আর কিছুতে পওয়া সম্ভব নয়। আসলে এই দিন প্রিয়াঙ্কার আপাদ-মস্তক ছিল পুরো ভারতীয় লুকেরল ছোঁয়া। 

Latest Videos

নিক-প্রিয়াঙ্কা এখনও তাঁদের কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনেন নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন নাতনির সঙ্গে দেখা করতে পারেন নি। তবে মধু চোপড়া প্রিয়াঙ্কা ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন খুব শীঘ্রই ভারতে আসবেন জোনাস দম্পত্তি। যদি ফিল্মি কেরিয়ারের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে, বলিউডে খুব শ্রীঘ্রই কামব্যাক করছেন বলি বিউটি প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক ফারহান আখতারের আগামী ছবি জি লে জারা-তে দেখা যাবে নিক ঘরণীকে। এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে আরও দুই বলি সুন্দরী আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ব্রিজারটনের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই হলিউড মুখির নয়িকা হিসাবে আত্মপ্রকাশ করবেন দেশিগার্ল। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে। 

আরও পড়ুন-বলিউডের এই ৫ তারকা বিরিয়ানি পেলে আর কিচ্ছু চান না

আরও পড়ুন-৪-৫ বছর ধরে পরিচালকের কাজ করছেন! এবার কী আানুষ্ঠানিকভাবে পরিচালকের ভূমিকায় ভাইজান?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee