মদের দোকান থেকে এভাবেই ফেরত এলেন রণদীপ হুডা, পোস্ট করলেন ছবি

Published : May 05, 2020, 11:57 PM ISTUpdated : May 06, 2020, 02:43 AM IST
মদের দোকান থেকে এভাবেই ফেরত এলেন রণদীপ হুডা, পোস্ট করলেন ছবি

সংক্ষিপ্ত

মদের দকানে লম্বা লাইন।  সোশ্যাল ডিসটেন্সিং মেনেই চলছে মদ বিক্রি।  সেই নিয়েই হাসির খোরাক রণদীপ হুডা।

খুলে গিয়েছে মদের দোকান। নিয়ম মেনে, সোশ্যাল ডিসটেন্সিংয়ের কথা মাথায় রেখেই বিক্রি করা হচ্ছে মদ। তবে বিক্রিতেও রয়েছে কড়া পদক্ষেপ। এক বারে দু'টি বোতলের বেশি কেনা যাবে না বলেই নির্দেশ দেওয়া হয়েছে। তেমনটাই মেনে চলছে মদ বিক্রি। সোশ্যাল মিডিয়ার চারিদিকে মদ বিক্রি হওয়ার ভিডিও উপচে পড়ছে। 

আরও পড়ুনঃএকই হাসপাতাল, একই রোগ, 'চান্দনি'র দুই নায়কের মৃত্যুতে অদ্ভুত মিল

এই নিয়েই নিজেকেই হাসির খোরাক বানালেন অভিনেতা রণদীপ হুডা। মদের দোকানে যাওয়া এবং যুদ্ধক্ষেত্র থেকে ফেরা তাঁর কাছে একই। এক্সট্যাকশন ছবির একটি দৃশ্য যেখানে তাঁকে আহত অবস্থায় দেখা যাচ্ছে রণদীপকে। সেই দৃশ্যের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, লকডাউনের মাঝে মদের দোকান থেকে ফেরার সময়। 

আরও পড়ুনঃপাকিস্তানে ইরফান ও শ্রীদেবীর মৃত্যু নিয়ে ঠাট্টা, ক্ষমা চাইলেন অভিনেতা

প্রসঙ্গত, লকডাউনের জেরে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের জোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?