শ্রীদেবী এবং ইরফান খানের মৃত্যু নিয়ে পাকিস্তানি হোস্ট আমির লিয়াকতের ঠাট্টা। তাঁর নিম্ন মানসিকতা প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ হয়েছিলেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি। ট্যুইটারে ক্ষমা চেয়ে লজ্জিত অভিনেতা। 

"আমি শ্রীদেবী সাহিবার পরিবার এবং ইরফান খান সাহেবের পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তাঁদের ভক্তদের এবং ভালবাসার মানুষের কাছেও আমি ক্ষমা চাইছে।" একটি পোস্টে বারে বারে ক্ষমা চেয়ে গিয়েছে পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি। মম ছবিতে শ্রীদেবীর সঙ্গে এবং আ মাইটি হার্টে ইরফানের সঙ্গে কাজ করেছিলেন আদনান। 

আরও পড়ুনঃমদের দোকান থেকে এভাবেই ফেরত এলেন রণদীপ হুডা, পোস্ট করলেন ছবি

সম্প্রতি একটি পাকিস্তানি রিয়্যালিটি শোতে হোস্ট ছিলেন আমির লিয়াকত। তিনি অনুষ্ঠানের মধ্যে হঠাৎই প্রশ্ন করে বসেন, "রানি মুখোপাধ্যায় এবং বিপাশা বসু আপনার জন্য বেঁচে আছে, কীকরে বলুন তো?" এর প্রশ্নের জবাব স্বাভাবিকভাবেই না জানায় আমির বলতে থাকেন, "আপনি যে সকল ভারতের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন তাঁদের মৃত্যু হয়। রানি এবং বিপাশা বেঁচে গিয়েছেন কারণ মারদানি টু এবং জিসম টু-এ আপনি অফার পেয়েও কাজ করেননি।"

আরও পড়ুনঃএকই হাসপাতাল, একই রোগ, 'চান্দনি'র দুই নায়কের মৃত্যুতে অদ্ভুত মিল

Scroll to load tweet…

এই মন্তব্যে আদনান অত্যন্ত ক্ষুব্ধ হন। লজ্জায় পড়ে যান। তিনি বলেও ফেলেন যে এটা আমির কাছে মজার বিষয় হতে পারে, তাঁর কাছে নয়। ইরফান এবং শ্রীদেবী দু'জনেই তাঁর খু কাছের ছিল। তাই তিনি সেই হোস্টের মন্তব্যের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন। 

Scroll to load tweet…

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা