একই হাসপাতাল, একই রোগ, 'চান্দনি'র দুই নায়কের মৃত্যুতে অদ্ভুত মিল
- FB
- TW
- Linkdin
ঋষি কাপুর এবং বিনোদ খান্না দু'জনেরই ক্যান্সার ধরা পড়ে। ঋষি কাপুর ২০১৮ থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছেন।
অন্যদিকে বিনোদ খান্নার ধরা পড়ে ২০১৭ সালে। ব্ল্যাডার ক্যান্সারের আডভান্স স্টেজে ছিলেন অভিনেতা।
২০১৭ সালেই এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডিহাইড্রেশনের জন্য ভর্তি হতে তাঁকে।
২৭ এপ্রিল সকাল ১১:২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
এই একই হাসপাতালে ভর্তি ছিলেন ঋষি কাপুরও। তিনিও এই হাসাপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দু'জনের মৃত্যুর সময়ও প্রায় এক। এপ্রিল মাসের শেষের দিকেই প্রয়াত হন দুই অভিনেতা।
ঋষি কাপুর এপ্রিলের ৩০ তারিখ এই হাসপাতালের আইসিইউতে প্রয়াত হন।
শ্রীদেবীর দুই নায়কের মৃত্যুর মিল খুঁজে পেয়ে হতবাক সিনেপ্রেমীরা। প্রায় একই সময় দু'নের প্রয়াণ।
অন্যদিকে শ্রীদেবীর মৃত্যু হয় দুবাইতে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এমিরেটসে বাথটাবে মারা যান অভিনেত্রী।
ঋষিহীন বলিউডে এখন অনেকেরই মাথায় আসছে চান্দনি ছবিটির কথা। কালজয়ী ছবিটির কোনও মূল তারকাই আর নেই।