বলিউড অভিনেত্রীর মেয়ের মুখে সুকুমার রায়ের কবিতা, ভিডিও দেশে সাধুবাদ নেটিজেনদের

Published : Sep 20, 2019, 09:05 PM IST
বলিউড অভিনেত্রীর মেয়ের মুখে সুকুমার রায়ের কবিতা, ভিডিও দেশে সাধুবাদ নেটিজেনদের

সংক্ষিপ্ত

মেয়ের মুখে কবিতা পাঠ শুনে আনন্দিত নায়িকা নেটিজেনদের প্রশংসায় ছোট্ট আলিশা দূরে থাকলেও শিকড় ভোলেননি নায়িকা ভিডিও শেয়ার করে প্রমাণ করলেন অভিনেত্রী 

অবাঙালীদের মুখে বাংলা শুনতে বরাবরই পচ্ছন্দ করেন সকলে। তা বলে বলিউড অভিনেত্রী রীতিমত তালিম দিয়ে তৈরি করলেন মেয়েকে। স্পষ্ট উচ্চারণ বাংলার। বলিউড অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। 

আরও পড়ুনঃ লাকি চার্ম না কঠোর পরিশ্রম, দুইয়ের ব্যালেন্সেই বাজিমাত জোয়া ফ্যাক্টর

কন্যা যখন সুস্মিতা সেনের তখন ভক্তরা এটুকু আশা করতেই পারেন। হতে পারেন তিনি বলিউড অভিনেত্রী। কিন্তু বাংলার থেকে বিন্ধুমাত্র দূরে রাখেননি নিজের সন্তানদের। তারই নমুনা মিলল এবার। তাঁর ছোট মেয়ে আলিশা সেন অনরগল উচ্চারণ করে গেল হুঁকোমুখো হ্যাংলা। মিষ্টি গলায় এই কবিতা শুনে সাধুবাদ জানালেন নেটিজেনরা।

আট আরও পড়ুনঃ দিনের মাথায় জন্মদিন রণবীরের, তবে সেলিব্রেশন হবে দুটি কারণে, জানালেন আলিয়া

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সুস্মিতা সেন। বেড়ানো থেকে শুরু করে পারিবারিক ইভেন্ট, মুহুর্তের মধ্যে ভক্তদের জন্য পোস্ট করতে থাকেন যাবতীয় খবরাখবর। এবারও তার ব্যতিক্রম হল না। মেয়ের কবিতা পাঠ শেষ হওয়া মাত্রই তা শেয়ার করলেন সুস্মিতা। 

 

 

শুধু তাই নয়, সঙ্গে এও লিখলেন- শিকড়ে ঢুকবে যত বেশি, উন্নতিও হবে তত তারাতারি। আমি বোঝাতে পারব না আমি কতটা আনন্দিত। তবে সবথেকে বেশি যা নজর কাড়ল তা হল শেষের অংশে সুস্মিতার লেখা দূগ্গা দূগ্গা। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে