অ্যামাজন প্রাইমে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স, রোহিত শেট্টি ও সিদ্ধার্থ মালহোত্রার হাতে নতুন চমক

Published : Apr 20, 2022, 02:39 PM IST
অ্যামাজন প্রাইমে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স, রোহিত শেট্টি ও সিদ্ধার্থ মালহোত্রার হাতে নতুন চমক

সংক্ষিপ্ত

রোহিত শেট্টির পুলিশ ফোর্সকে চেনেন না এমন কোনও বলিউড প্রেমী নেই। তবে এবার রোহিত শেট্টির পুলিশ ফোর্স রয়েছে অন্য চমক।   

অজয় দেবগন, অক্ষয় কুমার সাধারণত রোহিত শেট্টির ছবি মুখগুলো খুবই চেনা। বর্তমানে সেই তালিকায় রয়েছেন রণবীর সিং ও। সুতরাং রোহিত শেট্টির ছবিতে হিরো কে হবেন সেই সম্পর্কে এক গতানুগতিক ধারণা মানুষ আগে থেকেই তৈরি করে রাখেন। এবার রোহিত শেট্টির আসন্ন ছবিতে নায়কের চরিত্রেই রয়েছে চমক। এই ছবিতে প্রথমবার রোহিত শেট্টির সঙ্গে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মঙ্গলবার সিদ্ধার্থের ইনস্টাগ্রাম পোস্টেই মিলেছে তাঁর ঝলক। 

এদিন ইনস্টাগ্রামে পুলিশের বেশে একটি ছবি পোস্ট করেন সিদ্ধার্থ মালহোত্রা এবং সেখানে তিনি লেখেন, 'রোহিত শেট্টির পুলিশ ফোর্স' ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হতে আসছে আগামীকাল অর্থাৎ বুধবার, যা থেকে অনুরাগীদের এ কথা বুঝে নিতে বিশেষ অসুবিধা হয় নি যে এবার রোহিত শেট্টির ছবিতে কাজ করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। কথা মতোই বুধবার সকালে মুক্তি পেয়েছে রোহিত শেট্টি এবং সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন ছবির ট্রেলার। ছবির নাম 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স।' তবে সিদ্ধার্থ একই নন ছবির ট্রেলারের আগাম বার্তা দিয়েছিলেন রোহিত শেট্টি ও।  ইনস্টাগ্রামে পোস্টে তিনি লেখেন, 'অ্যাকশন শুরু হবে কাল।'

 

অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে রোহিত শেট্টির এই ছবি। ছবির প্রসঙ্গে একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে রোহিত শেট্টি জানিয়েছেন যে, 'ভারতীয় পুলিশ বাহিনী আমার জন্য একটি খুব স্পেশ্যাল এবং আমি ভারতীয় পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি প্রায় বহু বছর ধরে।' এরপর নিজের ওটিটি ডেবিউ প্রসঙ্গে তিনি জানান 'আমি অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করতে পেরে সত্যিই খুব আনন্দিত।' সেইসঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ও ভূয়সী প্রশংসা করেছেন রোহিত শেট্টি। তিনি বলেছেন, 'এই সিরিজে অসাধারণ প্রতিভাবান সিদ্ধার্থ মালহোত্রার সাথে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আমি বিশ্বাস করি যে এই ছবি দর্শকের সামনে এলে আমরা একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারব।'

আরও পড়ুন- ধুনকি সিনেমার হাত ধরে প্রথমবার একসঙ্গে শাহরুখ-রাজকুমার হিরানি, ঘোষণা হল মুক্তির তারিখ

আরও পড়ুন- 'জয় শ্রী কৃষ্ণ' নয় তো 'জয় মাতা দি' এই দুইয়ের মাঝে আটকে রণবীরের জীবন? জয়েসভাই জোরদারের ট্রেলারে বিরাট চমক

আরও পড়ুন- রণবীরের নামের সিঁদুর মুছে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড আলিয়া, নিন্দার ঝড় উঠল নেটদুনিয়ায়

উল্লেখ্য, গত বছরই অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ছিল সিদ্ধার্থ মালহোত্রার ছবি 'শেরশাহ' ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় দর্শক মহলে।  এই ছবির জন্য সেরার প্রশংসা ও পেয়েছেন তিনি।  এবার আবার অ্যামাজন প্রাইমেই আসতে চলেছে সিদ্ধার্থের পরবর্তী ছবি। যদিও ছবির ট্রেলার সদয় প্রকাশ্যে এলে ও ছবির জানান আগের বছরই দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ইনস্টাগ্রামে পুলিশ বেশে একটি ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছিলেন, 'মিঃ রোহিত শেট্টিকে হাই বলতে যাচ্ছি।' 


 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত