আরআরআর (RRR) ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেছেন অজয় দেবগন (Ajay Devgan)। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র এবং রাম চরন।
আর আর আর, এই তিন অক্ষরের অর্থ কি রুপিয়া রুপিয়া রুপিয়া, পরিচালকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা। দক্ষিণী দুনিয়ায় এখন সর্বাধিক ঝড় তুলেছে এই ছবি, এক কথায় বলতে গলে কবে মুক্তি পাবে আরআরআর তার অপেক্ষায় দিন গুনছে ভক্তমহল। বিগ বাজেট এই ছবির মেকিং থেকে শুরু করে ছবির উপস্থাপনা সবেতেই যে থাকবে স্পেশ্যাল টাচ তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই ছবিতই যুক্ত থেকে ঠিক কত টাকা পকেটে পুরছে বিটাউন স্টার অজয় দেবগণ ও আলিয়া ভাট, তা শুনলে তিরি মত চমকে উঠতে হয়। এবার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আলিয়া। বাহুবলী পরিচালক এসএস রাজামৌলীর হাত ধরে দক্ষিণী ছবি RRR -এ ডেবিউ করতে চলেছেন আলিয়া।
আরআরআর (RRR) ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেছেন অজয় দেবগন (Ajay Devgan)। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র এবং রাম চরন। পাশাপাশি অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসনেরও দেখা মিলবে এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন 'বাহুবলী' খ্যাত পরিচালক এসএস রাজামৌলী (S.S. Rajamouli)।
আরও পড়ুন- Deepika Padukone On COVID 19: মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব দীপিকা
রাজামৌলীর ছবি মানেই দর্শকদের কাছে অন্যরকম পাওনা। ছবি প্রসঙ্গে রাজামৌলী জানিয়েছেন, 'এই ছবিতে অজয়ের চরিত্রের নাম বলিষ্ঠ, চরিত্রটির কথা অজয়কে বলার সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে গেছে। আজয় ভীষণ আগ্রহী এই ছবি নিয়ে।' অজয়ও টুইটে জানিয়েছেন, '২০১২ সালে ওর সঙ্গে আমার পরিচয়। রাজামৌলীর সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। তবে ৮ বছর পরে ওর সঙ্গে কাজের সুযোগ হল।' ছবিটি একটি পিরিয়ড ড্রামা। কয়েকজন বিখ্যাত তেলেগু নেতাকেও তুলে ধরা হবে ছবিতে। এমনকী ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সেও আলিয়া ভাটকেও দেখা যাবে। এই ছবিতে রয়েছে সাউথের দুই সুপারস্টার এনটিআর জুনিয়ার (NTR Junior) ও রামচরণ (Ram Charan)।
আলিয়া ভাটের সাকুল্যে ২০ মিনিটের রোল রয়েছে। অন্যদিকে অজয়ের ছিল সাতদিনের শিডিউল। মাত্র ২০ মিনিটের জন্যে এই ছবিতে আলিয়া পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৯ কোটি টাকা। অজয় (Ajay Devgn) তাঁর এই ক্যামিও চরিত্রের জন্যে নিয়েছেন প্রায় ৩৫ কোটি টাকা। ছবির বাজেট প্রায় ৪০০ কোটি।ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। RRR হতে চলেছে বাহুবলীর পর রাজামৌলির সবচেয়ে বড় বাজেট ছবি।