বড় আর্থিক ক্ষতির মুখে সলমন খান প্রযোজনা সংস্থা, ঘুর্ণিঝড়ের কবলে ৮-৯ কোটির ধাক্কা

  • বড় আর্থিক ক্ষতির মুখে ভাইজান 
  • ছবির সেট ঘিরেই বিপত্তি
  • একে তো লকডাউন তার ওপর ঝড় 
  • পুনরায় নির্মাণ করতে হচ্ছে সেট

লকডাউনে বড় ক্ষতির মুখে একাধিক সেক্টর। যার মধ্যে অন্যতম হল বিনোদন জগত। ভারতের বুকে করোনা কোপ হানার পরই প্রথম বন্ধ হয়েছিল বিনোদন জগতের দরজা। একের পর এক ছবি থেকে শুরু করে ধারাবাহিক, বন্ধ হয়েছিল করোনার কোপে। দিনের পর দিন বিগ বাজেটের ছবির সেট ফেলে রাখতে হয়েছিল। নয়তো কেউ কেউ আবার সেই সেট ভেঙেও ফেলেছিলেন। এবার সলমন খানেরও সেই একই পরিস্থিতি। 

আরও পড়ুন- সমুদ্র সৈকত হোক বা স্যুইমিং পুল, বিকিনি শ্যুটে পার্ফেক্ট মডেল দিশা 

Latest Videos

করোনার প্রথম ঢেউয়ের কোপ স্বাভাবিক হওয়ার কিছু দিনের মধ্যেই বিনোদন জগত ছন্দে ফিরেছিল। একের পর এক ছবির শ্যুট শুরু হয়েছিল গাইডলাইন মেনে। তবে স্বস্তি মেলেনি খুব বেশি দিনের জন্য। কিছু দিনের মধ্যেই পাল্টে গিয়েছিল সব সমীকরণ। তারই মাঝে সলমন খান ও ক্যাটরিনা কইফ অভিনীত আগামী ছবি টািগার থ্রির শ্যুট শুরু হয়ে যায়। বাইরেও বেশ কিছুটা শ্যুট শেষ। 

এবার পালা ছিল সেটের বিপুল অর্থ খরচ করে সেট তৈরি করা হয়েছিল সলমন খান প্রযোজনা সংস্থার তরফ থেকে। তবে বেশি দিন সেই সেটে কাজ হয়নি। আবারও লকডাউন। তবে দামী সেট নষ্ট করতে নারাজ ছিলেন সলমন খান। তবে সেখানে আবার বাধা হয়ে দাঁড়ালো ঝড়। সম্প্রতি মুম্বইতে আঁছড়ে পড়া ঝড়ই ভাঙল সেটকে। ব্যাপক ক্ষতি। আট থেকে নয় কোটি টাকা খরচ করে সেই সেট আবারও নির্মাণ করতে হবে এখন। এই নিয়েই এখন বেজায় চিন্তায় প্রযোজনা সংস্থা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর