সুর-সম্রাজ্ঞীর গানে বুঁদ ভাইজান, স্মৃতিতে ভেসে গাইলেন লগ যা গলে

Published : Feb 13, 2022, 11:06 AM IST
সুর-সম্রাজ্ঞীর গানে বুঁদ ভাইজান, স্মৃতিতে ভেসে গাইলেন লগ যা গলে

সংক্ষিপ্ত

শ্রদ্ধা জানাতে এবার লতা মঙ্গেশকরেরই গান গুণগুণিয়ে উঠলেন সলমন খান। ঝড়ের গতীতে ভাইরাল তা। চোখের ভাসল ভক্তমহল, লাগ যা গলে গানটি নিজ কণ্ঠে গেয়ে সকলের নজর কাড়লেন ভাইজান। 

ঠিক এক সপ্তাহ আগে আজকের দিনে সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঠিক পাঁচ দিনের মাথায় গোদাবরীতে অস্থি বিসর্জন হয়েছিল সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata mangeshkar)। গোদাবরী নদীর তীরে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত ছিলেন প্রয়াত লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে (Asha Bhosle)। সেই ছবি দেখে আবারও চোখে জল বিটাউনের (Bollywood News)। শ্রদ্ধা জানাতে এবার লতা মঙ্গেশকরেরই (Lata Mangeshkar)  গান গুণগুণিয়ে উঠলেন সলমন খান। ঝড়ের গতীতে ভাইরাল তা। চোখের ভাসল ভক্তমহল, লাগ যা গলে গানটি নিজ কণ্ঠে গেয়ে সকলের নজর কাড়লেন ভাইজান (Bollywood Bhaijan)। 

দেখতে দেখতে একটা সপ্তাহ পার, ঠিক এক সপ্তাহ আগেই চির নিদ্রায় লতা মঙ্গেশকরের খবর তোলপাড় করেছিল গোটা দেশ। রবিবার লতা মঙ্গেশকরের প্রয়াণে একের পর এক খবর উঠে আসছে সামনে। শোকজ্ঞাপন করে বিটাউন। চোখের জলে ভাসছে গোটা দেশ। লতা মঙ্গেশকর আর নেই, এই কথা মানতে নারাজ সকলেই, তিনি ছিলেন ঈশ্বরের দূত, তিনি পথ দেখিয়েছেন, ভারতের বিশ্বের দরবাদে এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন, তাঁর সৃষ্টি ভারতের সম্পদ, তাঁক কণ্ঠের মাধুর্য্যে বুঁদ আট থেকে আশি। সকাল থেকেই প্রভুকুঞ্জে একের পর এক সেলেবদের ঢল। দুপুর ২.১৫ নাগাদ লতা মঙ্গেশকরের বাড়ি পৌঁছান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বর্তমানে প্রভূকুঞ্জেই রাখা রয়েছে মরদেহ। সেখানেই একের পর এক সেলিব্রিটি এসে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। মিনিট ১৫ থেকে আবার সেখান থেকে বিদায় নেন অমিতাভ বচ্চন। পাশাপাশি সেখানে জাভেদ আখতরও পৌঁছে ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। এছাড়াও রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, শাহরুখ খান, বিদ্যা বালনসহ আরও অনেকেই পৌঁছে ছিলেন শিবাজি গাউন্ডে। 

 

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

রবিবার সকালেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । বিচ ক্যান্ডি হাসপাতালে (Beach Candy Hospital) ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর দীর্ঘ ২৮ দিন। করোনার সঙ্গে লড়াই করে জয় লাভ করেছিলেন তিনি, তবে বার্ধক্য জণিত কারণে শরীরের শক্তি ক্ষয় হয়, শেষে কঠিন লড়াই করে মাল্টি ওর্গান ফেলিয়রের কারণে প্রয়াত হন ভারতের সুর-সম্রাজ্ঞী। এদিন খবর সামনে আসা মাত্রই বিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা, গ্রীন করিডোর করেই তাঁর পার্থিব দেহ নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরকে প্রভূকুঞ্জ অর্থাৎ লতা মঙ্গেশকরের বাড়িতে। সেখানেই বর্তমানে রাষ্ট্রীয় সম্মানের প্রস্তুতি চলছে বর্তমানে, কিছুক্ষণের মধ্যে মরদেহ নিয়ে আসা হবে বাড়ির সামনে, সেখানেই সম্মান দেবে ভারতীয় সেনা বিভাগ।   

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে