স্বস্তি নেই সলমনের, কৃষ্ণসার হরিণ মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে

সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan)বিরুদ্ধে ১৯৯৮ সালে হরিণ শিকার মামলা রাজস্থান হাইকোর্টে (Rajasthan High Court) স্থানান্তর করা হয়েছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের মামলার বদলির আবেদন মঞ্জুর করে রাজস্থান হাইকোর্ট। অভিনেতার আবেদন এখন থেকে উচ্চ আদালতে শুনানি হবে। কৃষ্ণসার হরিণ শিকারের মামলাটি গত দুই দশক ধরেই বারেবারে আলোচনায় উঠে এসেছে সলমন খান (Salman Khan) । 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন যোধপুরের কাছে কাঙ্কানি গ্রামের ভাগোদা কি ধানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ভাইজানের উপর।  সলমনের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন,১৯৭২-এর ৯/৫১ ধারায় অভিযোগ আনা হয়। ১৯৯৮ সালে ১-২ অক্টোবর ঘটনাটি ঘটেছিল। এবার থেকে  কৃষ্ণসার হরিণ শিকারের মামলার শুনানি উচ্চ আদালতে হবে।

বলিউডের মোস্ট ব্যাচেলর হিরোর নাম বলতে গেলে সবার প্রথমেই রয়েছে সলমন খান। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই অপরাধের কারণে জেলে যেতে হয়েছিল সলমনকে (Salman Khan) ।  সালটা ১৯৯৮, 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে।  কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় সলমনকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল, এছাড়া ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছিল। ফের কৃষ্ণসার হরিণ  মামলায় শিরোনামে উঠে এসেছেন সলমন খান।

সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan)বিরুদ্ধে ১৯৯৮ সালে হরিণ শিকার মামলা রাজস্থান হাইকোর্টে (Rajasthan High Court) স্থানান্তর করা হয়েছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের মামলার বদলির আবেদন মঞ্জুর করে রাজস্থান হাইকোর্ট। অভিনেতার আবেদন এখন থেকে উচ্চ আদালতে শুনানি হবে। কৃষ্ণসার হরিণ শিকারের মামলাটি গত দুই দশক ধরেই বারেবারে আলোচনায় উঠে এসেছে সলমন খান (Salman Khan) । 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন যোধপুরের কাছে কাঙ্কানি গ্রামের ভাগোদা কি ধানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ভাইজানের উপর।  সলমনের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন,১৯৭২-এর ৯/৫১ ধারায় অভিযোগ আনা হয়। ১৯৯৮ সালে ১-২ অক্টোবর ঘটনাটি ঘটেছিল। এবার থেকে  কৃষ্ণসার হরিণ শিকারের মামলার শুনানি উচ্চ আদালতে হবে।

Latest Videos

 

 

 

আরও পড়ুন-বক্ষযুগল মোড়া এক চিলতে কাপড়ে, ব্যাকলেস ছবিতে নিতম্ব উঁচু করে হট পোজে ভাইরাল উরফি

আরও পড়ুন-ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখলেন রহমান, টুইনিং পোশাকে লেন্সবন্দি সুস্মিতা

আরও পড়ুন-জন্মের আগে ঠিক হয়ে গেছে পদবি, বাবা না মা কার পরিচয়ে সন্তানকে মানুষ করবেন অন্তঃসত্ত্বা সোনম

 

সম্পর্ক, বিচ্ছেদ-সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে রয়েছেন সলমন খান। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫৫ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার' সলমন খান।  তার অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না।  তার প্রতিটা জিনিস নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। সলমনের ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই ভক্তদের নজর কাড়ে। সলমনকে   (Salman Khan) নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন। তবে এখনও তিনি সিঙ্গল রয়েছেন। সম্প্রতি  ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩-র ছবির প্রথম টিজারে ঝড় তুলেছেন সলমন খান । আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিতে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে বলিউডের ভাইজান-কে। ঘনিষ্ঠ সূত্র বলছে, টাইগার ৩ নাকি টাইগার ফ্র্যাঞ্চাইজির বাকি দুটো ছবির থেকে অন্যরকম হতে চলেছে।  ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি  'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়'- দুটো ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত