বিনোদন জগৎ ছেড়েই হঠাৎ বিয়ে সানার, ছবি পোস্ট করে অবাক করে দিলেন সলমনের বান্ধবী

Published : Nov 22, 2020, 08:37 PM ISTUpdated : Nov 22, 2020, 09:46 PM IST
বিনোদন জগৎ ছেড়েই হঠাৎ বিয়ে সানার, ছবি পোস্ট করে অবাক করে দিলেন সলমনের বান্ধবী

সংক্ষিপ্ত

হঠাৎই বিয়ে করে বসলেন সানা খান ২০ নভেম্বর বিয়ে করে ফেললেন চুপিসারে স্বামীর ছবিও পোস্ট করলেন সানা লুকিয়ে বিয়ে করে চমক দিলেন বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী 

সানা খান বিনোদনের জগৎ ছেড়ে দিয়েছেন সম্প্রতি। এই বছর অক্টোবর নাগাদ একটি পোস্ট করেছিলেন সানা। তার এক মাসের মধ্যেই বিয়ের ছবি পোস্ট করে চমক দিলেন সানা। স্বামী আনাস সায়েদের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেম সানা। যেখানে তাঁকে লাল রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে। অন্যদিকে আনাস সাদা শেরওয়ানিতে দেখা যাচ্ছে। 

২০ নভেম্বর বিয়ে সেরেছেন সানা এবং আনাস। ইতিমধ্যেই সানার ভক্তরা তাঁকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছে। বিনোদন জগৎ থেকে বিদায় নিলেও সানার ভক্তদের সংখ্যআ মোটেই কমেনি। বরং বেড়ে গিয়েছে। নিজের পুরনো সমস্ত পোস্টে ডিলিট করে এখন নিত্যনতুন জীবন যাপন করছেন সানা। যেখানে তিনি সর্বদা মাথা ঢেকে রাখেন। 

আরও পড়ুনঃবিয়ের পিঁড়িতে 'যমুনা', কনের সাজে ধরা দিয়ে চমক দিলেন শ্বেতা ভট্টাচার্য

আগেকার মত খোলামেলা পোশাকেও দেখা যায় না তাঁকে আর। বিনোদন জগৎ ছাড়ার পর অসংখ্য ভক্তদের মন ভেঙেছিল ঠিকই, তবে তাদের অনুমান ছিল মেলভিন ল্যুইসের সঙঅগে ব্রেক আপের পরই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও সেসবের উত্তর দেননি সানা। অতীত ভুলে এগিয়ে যেতেই খুঁজে পেলেন নিজের জীবনসঙ্গীকে। আনাসের সঙ্গে তিনি যেন সুখে শান্তিতে সংসার করতে পারেন, এই কামনাই রইল অনুরাগীদের। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী