কেদারনাথ অভিনেত্রী এবার বারাণসীতে, সারার সোশ্যাল মিডিয়ায় গঙ্গা আরতির ছবি

Published : Mar 04, 2020, 01:12 PM IST
কেদারনাথ অভিনেত্রী এবার বারাণসীতে, সারার সোশ্যাল মিডিয়ায় গঙ্গা আরতির ছবি

সংক্ষিপ্ত

বারাণসীর ছবি শেয়ার করলেন সারা গঙ্গা আরতির ছবিতে মুগ্ধ নেটিজেনরা শ্যুটিং শেষ কুলি নম্বর ওয়ার ছবির সিক্যুয়েলের মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

সারা আলি খান এখন বলিউডে এক প্রতিষ্ঠিত নায়িকা। মাত্র তিনটি ছবি করেই তিনি লাইম লাইটে। হাতে একের পর এক ছবির প্রস্তাব। তারই মাঝে সময় করে নিয়ে ঘুরতে বেশ পছন্দ করেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা ভরে ওঠে ট্রিপের ছবিতে। মুহূর্তে ভাইরাল হয় ভক্তদের দরবারে। তবে এবার সারা ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কাড়লেন। 

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে এবার দীপিকা, প্যারিস ফ্যাশন শো-এ থাকছেন না রণবীরপত্নী

আরও পড়ুনঃবসন্তের রঙে রাঙলেন সৃজিত, রঙিন হলেন মনামীও

 

সম্প্রতি কুলি নম্বর ওয়ান ছবির শ্যুটিং শেষ করেছে সারা। ফলে এখন খানিকটা স্বস্তিতে সারা। সইফ, করিনা, তৈমুর এখন রয়েছেন বারাণসীতে। ছবির শ্যুটিং-এই ব্যস্ত রয়েছে তাঁরা। সেখানেই হাজির হলেন সারা আলি খান। বারাণসী ভ্রমণ করে শেয়ার করলেন বেশ কয়েকটি ছবি। যা সকলের মন ছুঁয়েছে। ডিসেম্বরের মা ও ভাইয়ের সঙ্গে ট্রিপ করেছিলেন মলদ্বীপে। সেই ছবির পরের দিনই শেয়ার করলেন গঙ্গা পুজোর ছবি। 

আরও পড়ুনঃপরতে-পরতে খুলবে রহস্য, এবার আফ্রিকার নিরিবিলিতে কাকাবাবুর অভিযান

 

সারা আলি খান এখন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। যাঁর হাতে এখন একের পর এক ছবির কাজ। তাররই মাঝে খানিক অবসরে ছুটি কাটানো।  বলিউডে পা রাখার পর থেকেই সুপারস্টার তিনি। কেদারনাথ ছবি সকলের নজর কাড়ে। বক্স অফিসেও সেই ছবি সফল। এরপর সিম্বা, তাও ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। তবে ভাগ্য সঙ্গে দিল না লাভ আজ কাল ছবির ক্ষেত্রে। এখন কুলি নম্বর ওয়ান ছবির দিকেই তাকিয়ে দর্শকেরা। 
 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী