টলিউডে শুরু দোল উৎসব সেলিব্রেশন রঙে মাতলেন সৃজিত-মিথিলা রঙিন ছবি শেয়ার করলেন  মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

বিয়ের পর বেশ কিছুদিনের বিরতি। দুমাসের মাথায় রিসেপশন সারলেন সৃজিত মিথিলা। সেই অনুষ্ঠানের আগেই বাংলাদেশে মিথিলার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মিথিলার পরিবারের সঙ্গে বাক্যালাপ সারা থেকে শুরু করে শালিকাদের সঙ্গে জমিয়ে আড্ডা, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেছিলেন তিনি। কলকাতায় ফেরার আগে বসন্তের রঙে রঙিনও হয়েছিলেন সৃজিত, মিথিলা ও তাঁদের কন্যা। সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃএকই ফ্রেমে সিম্বা-সূর্যবংশী-সিংঘম, ছবির ট্রেলারে ছয়লাপ সিনেদুনিয়া

View post on Instagram

টলিউড সেলিব্রিটিদের বসন্ত উৎসব শুরু। একে একে রঙিন হয়ে উঠছেন সব তারকাই। ইতিমধ্যেই বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছেন সৃজিত মুখোপাধ্যায়। পাশাপাশি রঙ খেলার ছবি শেয়ার করলেন মনামী ঘোষও। ধারাবাহিকের সেট থেকে শুরু করে পারিবারিক সেলিব্রেশনে ইতিমধ্যেই মাতলেন অনেকেই। সেই ছবি সামনে আসতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল। 

আরও পড়ুনঃছবির সেট থেকে ফাঁস লুক, আবারও নেটদুনিয়ায় ঝড় তুললেন পারফেকশনিস্ট

আরও পড়ুনঃবাঘি ২-এর আয়ে স্বপ্নের বাড়ি টাইগারের, রইল অন্তরমহলের ছবি

View post on Instagram

এখনও বাকি সাত দিন, তারই আগে হোলির রঙে রঙিন হয়ে উঠলেন অভিনেত্রী মনামী ঘোষ। মুখে আবির মেখে সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ইরাবতীর রঙ খেলার ছবিতে মুহূর্তে পড়ল হাজার হাজার লাইক। কমেন্টে ভরতে থাকল পাতা। দোল উৎসবের কাউন ডাউন শুরু।