National Sports Day: চিনে নিন এই পাঁচ বলিতারকাকে, এক সময় সক্রিয় ভাবে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এরা

চিনে নিন পাঁচ বলিতারকাকে। এই পাঁচ বলি তারকা এক সময় সক্রিয় ভাবে যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গে। বর্তমানে তাঁরা অভিনেতা কিংবা অভিনেত্রী হিসেবে খ্যাত পেলেও এক সময় ক্রীড়া জগত মাতিয়েছেন তারা। দেখে নিন কোন কোন বলিউড সেলেব রয়েছেন এই তালিকাতে। 

২৯ অগস্ট, ক্রীড়া জগতের জন্য একটি বিশেষ দিন। দিনটি পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। তবে আজ এই বিশেষ দিনে চিনে নিন পাঁচ বলিতারকাকে। এই পাঁচ বলি তারকা এক সময় সক্রিয় ভাবে যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গে। বর্তমানে তাঁরা অভিনেতা কিংবা অভিনেত্রী হিসেবে খ্যাত পেলেও এক সময় ক্রীড়া জগত মাতিয়েছেন তারা। দেখে নিন কোন কোন বলিউড সেলেব রয়েছেন এই তালিকাতে। 

অপশক্তি খুরানা বলিপাড়ায় বেশ খ্যাত। তিনি আয়ুষ্মান খুরানার ভাইও। বিনোদন জগতে পা রাখার পর থেকে প্রতি মুহূর্তে দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন তিনি। কিন্তু, জানেন কি এক সময় একজন পেশাদার ক্রিকেটার ছিলেন অপশক্তি খুরানা। তিনি হরিয়ানার অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন। তিনি অল স্টার ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করেন। 

Latest Videos

কার্তিক আরিয়ানের ফ্যানের লিস্ট তৈরি করলে তা শেষ হবে না- এমন মত অনেকের। তাঁর একের পর এক হিট সব সময় দর্শকদের চমক দিয়ে চলেছে। কার্তিক আরিয়ান স্কুল জীবন থেকে একজন ক্রীড়া প্রেমী। এমন কথা তিনি নিজেই জানিয়েছিলেন। কার্তিক এক সাক্ষাৎকারে বলেন, ছোট বয়সে বহুবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার জন্য স্কুল ডুব দিয়েছিলেন তিনি। তিনি স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাপোর্টার। 

খেলার প্রতি সব সময় আগ্রহ বর্তমান তাপসী পান্নুর। তাঁর পছন্দের খেলা হল স্কোয়াশ। তিনি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার জন্য খেলাধুলা করতে পছন্দ করেন। তিনি নিজেও খেলাধুলায় পারদর্শী। 

এই তালিকায় স্থান পেয়েছেন রণবীর কাপুর। খেলার প্রতি তাঁর ভালোবাসা ছোট থেকেই। তিনি অল স্টার ফুটবল ক্লবের প্রতিনিধিত্ব করেন। তিনি ইন্ডিয়ান সুপার লিগের মুম্বই সিটি এফসি-র আংশিক মালিক। খেলার প্রতি রণবীরের ভালোবাসার কথা অনেকেই জানেন। তিনি সব ধরনের খেলায় আগ্রহী। 

এই তালিকায় সকলের নজর কেড়েছে দীপিকা পাড়ুকোন। তিনি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ছোট থেকে সে কারণে খেলার প্রতি তাঁর আগ্রব ছিল। বলিউডে কেরিয়ার শুরুর আগে তিনি নিজে একজন খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় পর্যায়ে অনেক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি খেলোয়াড় হিসেবে কেরিয়ার গড়তে চেয়েছিলেন কিন্তু, ভাগ্য তাঁকে টেনে আনে বিনোদন দুনিয়ায়। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন দীপিকা। বর্তমানে, বলিউডের সেরা পাঁচ জনের তালিকায় রয়েছেন নায়িকা।
 

আরও পড়ুন- 'অভিনেত্রীকে বিয়ে করার ফল', বিরাট কোহলির মানসিক স্বাস্থ্য নিয়ে খোঁচা অনুষ্কা শর্মাকে

আরও পড়ুন- কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণেই কি বন্ধ হল ‘আয় তবে সহচরী’?

আরও পড়ুন- করিনার মতো সেক্সি যৌবন ধরে রাখতে চান, গর্জিয়াস লুক পেতে নিয়ম মেনে করুন এই কাজগুলি

Share this article
click me!

Latest Videos

শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি