মাহিরা বরাবরই বিতর্কে জড়িয়ে পড়েন। আর সেই জন্য়ই প্রায়শই তিনি সংবাদ মাধ্য়মের শিরনামে থাকেন। কখনও রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ভাঙন কখনওবা শাহরুককে তার জন্মদিনে 'আই লাভ ইউ' বলে ফেলে বির্তকিত হয়ে ওঠেন তিনি। তবে এবার সেই বির্তকের তালিকায় আরও একটা পালক যুক্ত হল এবার তার সঙ্গে। স্বল্প পোশাক এবং মুখে সিগারেট নিয়ে তিনি এবার জড়িয়ে পড়লেন নয়া বিতর্কে।
আরও পড়ুন, তেজাব ছবির এই গানে বিখ্যাত হয়েছিলেন মাধুরী, সেই গানে নেচে ভাইরাল হলেন এই সুন্দরী
আসলে মাহিরা খানের ধূমপানের ভিডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। মাহিরা কেন এভাবে প্রকাশ্যে ধূমপান করছেন। এবং এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর জল্পনাও শুরু হয়। কিন্তু এ বিষয় নিয়ে মাহিরা আক্রমণের মুখে পড়লেও পালটা কোনও মন্তব্য করেননি। আর এবার পাকিস্তানের বেশ কিছু মানুষ মাহিরার বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন।
আরও পড়ুন, জামার বোতাম খুলে এ কী দেখাচ্ছেন মধুমিতা, মুহূর্তে ভাইরাল ভিডিও
বলিউড ছবি 'রেইস' খ্য়াত এই নায়িকা রীতিমত এখন ট্রোলড। শুভাকাঙ্খীদের কেউবা তাকে সিগারেট ছাড়তে বলছেন। কেউবা তাকে মনে করিয়ে দিচ্ছেন ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর। তবে স্বল্প পোশাকে মাহিরাকে তারা দেখতে একেবারেই নারাজ। তাই আবারও সোশ্য়ালমিডিয়ায় মাহিরার লাইফস্টাইল নিয়ে রীতিমত কথা উঠেছে।